Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

মোস্তাফিজের ৩০০ সাকিবের ৪৮২ শীর্ষে কে

222222
[publishpress_authors_box]

দারুণ এক মাইলফলকে পা রাখলেন মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে পা রাখলেন ৩০০তম উইকেটের মাইলফলকে। আজ (রবিবার) দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে বিশাখাপত্তমে খেলতে নেমেছিলেন ২৯৯ উইকেট নিয়ে।

ডেভিড ওয়ার্নারকে আউট করে পা রাখেন ৩০০ উইকেটের মাইলফলকে। তবে চেন্নাইয়ে ধীর গতির মত ছিল না বিশাখাপত্তমের উইকেট। তাই ঝড়টা বেশি গেছে মোস্তাফিজের ওপর দিয়ে। ৪ ওভারে ১১.৮০ ইকোনমি রেটে তার খরচ ৪৭ রান। উইকেট একটাই।

সেই উইকেটেও আবার মাথিশা পাথিরানার অবদান অনেক। শর্ট থার্ড ম্যানে দাঁড়ানো পাথিরানা ডান দিকে ঝাঁপিয়ে এক হাতে যে ক্যাচটি নিয়েছেন, সেটাকে বলা হচ্ছে এই টুর্নামেন্টের অন্যতম সেরা।

পাথিরানা গতির ঝড় তুলে নিয়েছেন ৩ উইকেট। দিল্লি তুলেছিল ৫ উইকেটে ১৯১ রান। ডেভিড ওয়ার্নার করেন ৩৫ বলে ৫২।

গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর মুখ থেকে ফেরা ঋষভ পান্ট ফিরে পেয়েছেন নিজেকে। তিনি খেলেন ৩২ বলে ৫১ রানের ইনিংস। জবাবে ৬ উইকেটে ১৭১ রানে থামে চেন্নাই সুপার কিংসের ইনিংস। ২০ রানের জয় পায় দিল্লি।

৩০০ বা বেশি উইকেট পাওয়া বোলারদের মধ্যে মোস্তাফিজ আছেন ২৬ নম্বরে। বাংলাদেশি বোলারদের মধ্যে তার আগে এই মাইলফলকে পা রেখেছিলেন সাকিব আল হাসান। তার উইকেট ৪৮২টি।

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ৬২৫ উইকেটের রেকর্ড ডোয়াইন ব্রাভোর।

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড অবশ্য ডোয়াইন ব্রাভোর। ক্যারিবীয়ান এই পেসার নিয়েছেন ৬২৫ উইকেট।

 সাকিব এই তালিকায় আছেন পাঁচ নম্বরে। ব্রাভোর পর রশিদ খানের উইকেট ৫৬৭টি, সুনীল নারিনের ৫৩৭ আর ইমরান তাহিরের ৫০২টি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত