Beta
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

সুপার এইটেও মোস্তাফিজ জাদু চান তামিম

ডপ
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

নিজেকে হারিয়ে খুঁজছিলেন মোস্তাফিজুর রহমান। ছন্দ হারিয়ে বাদও পড়েন জাতীয় দল থেকে। সেই মোস্তাফিজ এবারের বিশ্বকাপে হয়ে উঠেছেন বাংলাদেশের তুরুপের তাস। নেদারল্যান্ডসের বিপক্ষে ১৭টা ডট বল করে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন বাংলাদেশের জয়ে।

আজ নেপাালের বিপক্ষেও করলেন ২০টা ডট বল। ভাবা যায়, ২৪ বলের ২০টাই ডট। ৭ রানে নিয়েছেন ৩ উইকেট। মোস্তাফিজের এমন জাদু সুপার এইটেও দেখতে চান তামিম ইকবাল। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক ক্রিকইনফোর সঙ্গে আলাপচারিতায় বললেন, ‘‘মোস্তাফিজ অনেকি দিন ধরে এই কাজটাই করছে বাংলাদেশের হয়ে। এই বিশ্বকাপে অসাধারণ ছিল ও। আশা করছি আমরা যখন সুপার এইটে খেলব তখন এই জাদুটা দেখিয়ে যাবে মোস্তাফিজ।’’

তামিম আরও যোগ করেন ,‘‘মাঝখানে ও কিন্তু ছন্দ হারিয়ে বাদ পড়েছিল। এরপর আইপিএলে গিয়ে চেন্নাইয়ের জাদু নাকি অন্য কিছু জানি না, আমরা একেবারে অন্যরকম মোস্তাফিজকে দেখলাম। ও আগের বোলারই আছে,শুধু বদলে যাওয়া মানসিকতার কথা বলছি। ও জানে কি করছে। যা করতে চাইছে সেটাও করছে, মানে নিয়ন্ত্রণ নিয়ে খেলছে।’’

তানজিম হাসান সাকিবকেও প্রশংসায় ভাসালেন তামিম, ‘‘ওর বডি লেঙ্গুয়েজ আমার দারুণ লেগেছে। ও ছিল ভীষণ আক্রমণাত্মক । ভয় পায়নি মোটেও। আমাদের প্রধান বোলার শরিফুলের জায়গায় খেলছে ও (এখন কিন্তু ওকে বসানো সহজ হবে না)।’’

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত