Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

ওয়েস্ট ইন্ডিজ সফরে ছুটি চেয়েছেন মোস্তাফিজ

atif1
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

শারজায় ওয়ানডে সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। সেই সফরে খেলবে দুই টেস্ট আর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। মোস্তাফিজুর রহমান এমনিতেই টেস্ট খেলেন না। এবারের ক্যারিবিয়ান সফরে খেলতে চান না সাদা বলের ক্রিকেটেও। স্ত্রী সন্তান সম্ভবা থাকায় বিসিবিতে ছুটির আবেদন করেছেন তিনি।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ জানিয়েছে এই খবর। তবে শারজায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে দেশে ফেরার পর মোস্তাফিজের সঙ্গে এ নিয়ে আলোচনা করবে বিসিবি।

বিসিবির এক কর্তা এ নিয়ে ক্রিকবাজকে জানিয়েছেন ‘‘মোস্তাফিজ ছুটি চেয়েছে, এটা সত্যি। কিন্তু আমরা এখনও সিদ্ধান্ত নেইনি, কারণ আমাদের হাতে সময় আছে। সে আসুক, আমরা তার সঙ্গে এই ব্যাপারে কথা বলি। তারপর দেখি সে কোনও একটি ফরম্যাটে খেলতে পারে নাকি পারে না। তবে এটা পারিবারিক ইস্যু, সবার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার এখানে।’’

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে টেস্ট দলে থাকা ক্রিকেটাররা যাবেন ওয়েস্ট ইন্ডিজে। প্রথম দুই টেস্ট ২২ ও ৩০ নভেম্বর।

 সফরের তিনটি ওয়ানডে ৮, ১০ ও ১২ ডিসেম্বর আর তিনটি টি-টোয়েন্টি ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর। বিসিবি ছুটি দিলে ওয়ানডে বা টি-টোয়েন্টি সিরিজে খেলা হবে না মোস্তাফিজের।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত