বাস্তুচ্যুত হয়ে হিমালয়ের পাদদেশে একটি অস্থায়ী শিবিরে বাস করে খালিদ ও শারমীন। সাথে তাদের আট বছরের ছেলে শোয়েব। সেখানে টিকে থাকতে তাদের নতুন করে সংগ্রাম শুরু করতে হয়।
সন্তানকে নিয়ে তাদের এই টিকে থাকার সংগ্রাম নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা দ্য ক্লাউডস ওক নো ক্লোকস । জার্মান প্রযোজক জেরিমি চুয়ার প্রযোজনায় এটি নির্মাণ করবেন অনিকেত দত্ত।
সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের দুই অভিনয়শিল্পী মোস্তফা মন্ওয়ার ও দীপান্বিতা মার্টিন।
সকাল সন্ধ্যাকে মোস্তফা মন্ওয়ার বলেন, “কাজের মাধ্যমেই নির্মাতা ও প্রযোজকের সাথে পূর্বপরিচয় ছিল। তারা আমাদের এ চলচ্চিত্রটির জন্য নির্বাচিত করেছেন। বৈশ্বিক এমন একটি চলচ্চিত্রে যুক্ত হওয়া নিশ্চয়ই আনন্দের বিষয়। আমার সহশিল্পী দীপন্বিতার সঙ্গে এর আগেও ২টি চলচ্চিত্রে অভিনয় করেছি। খুব দারুণ মেধাবী অভিনেত্রী। আশা করছি এই কাজটিও আমরা দারুণ উপভোগ করবো।”
প্রযোজক জেরেমি চুয়া আন্তর্জাতিক গণমাধ্যম ভ্যারাইটি-কে জানান, গল্পটি স্থানীয় ও আন্তর্জাতিক দর্শকদের কাছে শরণার্থীদের অবস্থানকে মানবিকভাবে তুলে ধরবে। এটি কোনোভাবেই রাজনৈতিক বক্তব্যের গল্প নয়।
জার্মানির ক্রিস্টফ থোকের মেগাদর ফিল্ম ও সেবাস্তিয়ান পপের স্টোকড ফিল্ম সিনেমাটির প্রযোজনার সঙ্গে যুক্ত হয়েছে। মোস্তফা সরয়ার ফারুকীর টেলিভিশন সিনেমার সহপ্রযোজক ছিলেন ক্রিস্টফ থোক। বাংলাদেশের আরেক ছবি সাবা এর সঙ্গেও যুক্ত আছেন তিনি।
থোক প্রযোজিত সিনেমা ট্রপিক্যাল ম্যালাডি কান চলচ্চিত্র উৎসবে জুরি পুরস্কার পায়। তার প্রযোজিত অন্যান্য ছবির মধ্যে উল্লেখযোগ্য দার্দেন ভাইদের লোর্নাস সাইলেন্স।
জেরেমি চুয়া প্রযোজিত সিনেমা ইনসাইড দ্য ইয়েলো কোকুন শেল গত বছর কান উৎসবে ক্যামেরা দ’র পুরস্কার জয় করে। এবার তার প্রযোজিত সিনেমা পূজা, স্যার ভেনিস উৎসবে মনোনয়ন পায়। এ ছাড়া সাম্ভালা নামের আরেকটি সিনেমা বার্লিন উৎসবে জায়গা পেয়েছিল।
মোস্তফা মন্ওয়ার অভিনীত ওয়েব সিরিজ গুলমোহর, সিনেমা স্যান্ড সিটি এবং দিগন্তে ফুলের আগুন মুক্তির অপেক্ষায় রয়েছে।
দ্য ক্লাউডস ওক নো ক্লোকস চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। মন্ওয়ার জানান, আসছে বছর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।