সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে আলোচিত রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমানকে। এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হলেও এখনও কোনও আদেশ জারি হয়নি।
রবিবার রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটির পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় মতিউরকে অংশ নিতে দেখা যায়নি।
সভা শেষে সোনালী ব্যাংক চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী সাংবাদিকদের বলেন, “তাকে বোর্ডে রাখা হবে না। এ কারণে তাকে পর্ষদে অংশ নেওয়া থেকে বিরত রাখতে অর্থ মন্ত্রণালয় মৌখিক নির্দেশনা দিয়েছে। বিষয়টি আমরা বোর্ড মিটিংয়ে অন্য পর্ষদ সদস্যদের সঙ্গে আলোচনা করেছি।”
বিষয়টি মতিউর রহমানকে জানিয়ে দেওয়া হয়েছে।
তবে রবিবার দুপুর পর্যন্ত এ বিষয়ে আদেশ জারি করেনি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
২০২২ সালের ১ ফেব্রুয়ারি ৩ বছরের জন্য মতিউর রহমানকে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের পরিচালক পদে নিয়োগ দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটিতে সরকারি প্রতিনিধি হিসেবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শীর্ষ কর্মকর্তাদের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেই হিসেবে সোনালী ব্যাংকের পরিচালক হওয়ার সুযোগ পান মতিউর।
ছেলের ‘ছাগলকাণ্ডে’র সূত্র ধরে মতিউরের অঢেল সম্পদের তথ্য সামনে আসতে শুরু করায় সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে তাকে বাদ দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়।