সিলেটের জকিগঞ্জ উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার শাহবাগ মুহিদপুর এলাকায় সিলেট-জকিগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন– জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের আফতার আলীর ছেলে আদিল হোসাইন (২০), জমির আলীর ছেলে জাকারিয়া আহমদ (২১) ও সুবহান আলীর ছেলে মিলন আহমেদ (২০)।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাত ১০টার দিকে দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই মোটরসাইকেলে থাকা তিন বন্ধু গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আদিল ও জাকারিয়াকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, গুরুতর আহত মিলনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তারও মৃত্যু হয়।
ময়নাতদন্ত শেষে তিন বন্ধুর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।