চুক্তির মেয়াদ ছিল চার বছর। তবে ম্যাথু মট ইংল্যান্ডের কোচের চেয়ারে থাকতে পারলেন দুই বছর। টানা দুটি বিশ্বকাপ ব্যর্থতার পর ইংল্যান্ডের সীমিত ওভার ফরম্যাটের কোচের চাকরি ছাড়লেন এই অস্ট্রেলিয়ান। তার জায়গায় অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব সামলাবেন মটের সহকারী হিসেবে কাজ করা মার্কাস ট্রেসকথিক।
২০২২ সালে লাল বল ও সাদা বলের কোচ আলাদা করে দেয় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। টেস্ট দলের জন্য ব্রেন্ডন ম্যাককালাম এবং ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় মটকে। এই অস্ট্রেলিয়ান ছিলেন অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের প্রধান কোচ। মেয়েদের ক্রিকেটে সাফল্যের বৃষ্টিতে ভেজা মটকে আনলেও প্রত্যাশা পূরণ হয়নি ইংল্যান্ড দলের।
২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল। ২০২২ সালে জেতে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। অস্ট্রেলিয়ার মাটিতে কুড়ি ওভারের শ্রেষ্ঠত্ব জেতার পরই সাদা বলের ক্রিকেট দলের দায়িত্ব দেওয়া হয় মটের হাতে। অর্থাৎ, ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেরই বিশ্ব চ্যাম্পিয়ন দলের দায়িত্ব পান এই অস্ট্রেলিয়ান।
কিন্তু কোনও ফরম্যাটেরই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারেননি মট। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে ৯ ম্যাচের মাত্র তিনটি জিতেছিল ইংল্যান্ড। আর এ বছর কুড়ি ওভারের বিশ্বকাপে সেমিফাইনালে থামে ইংলিশদের দৌড়। যদিও সেই পারফরম্যান্সেও প্রশ্ন আছে যথেষ্ট। টেস্ট খেলুড়ে চার দলের বিপক্ষে মাত্র একটি ম্যাচ জিততে পেরেছিল মটের ইংল্যান্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই ইসিবির ম্যানেজিং ডিরেক্টর রব কি জানিয়েছিলেন, সাদা বলের প্রধান কোচ হিসেবে মট কিংবা অধিনায়ক হিসেবে জস বাটলার থাকবেন কিনা, সেই নিশ্চয়তা তিনি দিতে পারছেন না। শেষ পর্যন্ত বাটলার নেতৃত্বে টিকে গেলেও দায়িত্ব ছেড়ে দিয়েছেন মট।
ইংল্যান্ড এখন নতুন কোচের অধীনে সামনের চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল গঠনে নামবে। রব কি সে কথাই জানিয়েছেন, “খুব অল্প সময়ের মধ্যে তিনটি বিশ্বকাপ। এখন আমি নতুন পরিচালনায় দল গঠনের প্রয়োজনীয়তা অনুভব করছি। এই সিদ্ধান্তটা হালকাভাবে নেওয়া হয়নি, তবে আমি বিশ্বাস করি দলের ভবিষ্যৎ সাফল্যের জন্য এটাই সঠিক সময়।”
ইংল্যান্ডের কোচ হিসেবে থেকে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন মট। যদিও এখন সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিদায়বেলায় ৫০ বছর বয়সী কোচ বলেছেন, “খেলোয়াড়, ম্যানেজমেন্ট ও ইসিবির প্রত্যেকে আমি ধন্যবাদ দিতে চাই। আমার এই সময়ে তারা সমর্থন ও কঠোর পরিশ্রম করেছেন। অনেক সুন্দর বন্ধুত্বপূর্ণ ও অসাধারণ স্মৃতি নিয়ে আমি বিদায় নিচ্ছি।”