একই দিনে ‘নয়া মানুষ’ ও ‘দুনিয়া’ সিনেমা দুইটি মুক্তির মাধ্যমে বড় পর্দার খরা হয়তো কিছুটা কাটলো।
সুবিধাবঞ্চিত ও বানভাসি মানুষের গল্পে নির্মিত হয়েছে সিনেমা ‘নয়া মানুষ’।
শুক্রবার রাজধানীসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে। সোহেল রানা বয়াতি পরিচালিত এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন রওনক হাসান ও মৌসুমী হামিদ।
চরের মেহনতি মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনার বিভিন্ন দিক নিয়ে আ মা ম হাসানুজ্জামানের ‘বেদনার বালু চরে’ গল্প অবলম্বনে এর চিত্রনাট্য করেছেন মাসুম রেজা।
সিনেমাটি নিয়ে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, “নানা চড়াই-উৎরাই পেরিয়ে অবশেষে আমার প্রথম সিনেমাটি আলোর মুখ দেখতে যাচ্ছে। প্রথম সিনেমা নিয়ে অনেক স্বপ্ন থাকলেও প্রতিটি মুহূর্তে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। মাত্র ৩৭ হাজার টাকা নিয়ে এই সিনেমার শুটিংয়ের জন্য আউটডোরে রওনা দিই। একটা সময় টাকার অভাবে এর নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। শেষ মুহূর্তে যখন সিনেমাটি নিয়ে হতাশ ছিলাম, তখন জি-সিরিজের খালেদ ভাই হাল ধরেন। সবার সহযোগিতায় সিনেমাটি নির্মাণ করেছি। এই সিনেমা মানুষের মনে দাগ কাটবে। নয়া মানুষ হওয়ার জন্য অনেকেই চাইবে।”
সিনেমাটি মুক্তি পেয়েছে: স্টার সিনেপ্লেক্স- বসুন্ধরা সিটি শপিংমল ও মিরপুর সনি স্কয়ার, ব্লকবাস্টার- যমুনা ফিউচার পার্ক, শ্যামলী সিনেমাস, ম্যাজিক মুভি থিয়েটার- দিয়াবাড়ি উত্তরা, লায়ন সিনেমাস- কেরানীগঞ্জ ও পূরবী সিনেমা হল- ময়মনসিংহ।
অন্য চলচ্চিত্রটি সাইফ চন্দন পরিচালিত ‘দুনিয়া’। আট বছর আগে সাইফ চন্দন এটি নির্মাণের সময় নাম দিয়েছিলেন ‘টার্গেট’। ২০১৬ সালে শুটিং শেষ হওয়া ‘দুনিয়া’ সিনেমাটি অবশেষে নাম বদলে আলোর মুখ দেখছে।
চলচ্চিত্রটির মধ্য দিয়ে দুই বছর পর বড় পর্দায় ফিরছেন চিত্রনায়িকা আইরিন। তিনি ছাড়াও এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, নিরব হোসেন, মিশা সওদাগর প্রমুখ।
যেসব হলে মুক্তি পেয়েছে সিনেমাটি: ব্লকবাস্টার- যমুনা ফিউচর পার্ক, জয় সিনেমাস- কেয়ানীগঞ্জ, মধুবন- বগুড়া, আনন্দ- ঢাকা, বিজিবি- ঢাকা, আজাদ- ঢাকা, সেনা সিনেমা ঢাকা ক্যান্টনমেন্ট, সেনা অডিটরিয়াম- সাভার ক্যান্টনমেন্ট, অভিরুচি- বরিশাল, শাপলা- রংপুর, নিউ গুলশান- জিঞ্জিরা ঢাকা, ছায়াবানী- ময়মনসিংহ, নন্দিতা- সিলেট, তামান্না- সৈরদপুর, নিউমেট্রো- নারায়নগঞ্জ, আনন্দ – কুলিয়ারচর, বনলতা- ফরিদপুর, রাজতিলক- কাটাখালী ও সংগীতা- খুলনা।