Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

প্রশ্নফাঁস চক্র নিয়ে ৩ সিনেমা

Daily images-budget-060624 (8)
[publishpress_authors_box]

কোটা আন্দোলন আর প্রশ্নফাঁস কান্ডে উন্মাতাল সারাদেশ। আলোচনা-সমালোচনার হাওয়ায় একটি কথা ঘুরেফিরে আসছে – তাহলে দেশের কোনো পাবলিক পরীক্ষা কি আর স্বচ্ছ, নিরপেক্ষ এবং কারচুপিহীন আছে? প্রশ্নফাঁস হয়নি তবে কোন পরীক্ষায়?

প্রশ্নফাঁস নিয়ে কোনো প্রশ্নের উত্তর যখন মিলছে না, তখন তিনটি সিনেমা দেখে জেনে নিন পেছনের কারসাজির গল্প।

সেটার্স

‘সেটার্স’ হলো প্রশ্নফাঁসকারী একটি চক্র; যার হোতা অপূর্ব চৌধুরী। এই সেটার্স হেন কোনো পাবলিক পরীক্ষা নেই যেখানে জালিয়াতি করে না! প্রশ্নফাঁস তো আছেই, পরীক্ষায় উন্নত প্রযুক্তি দিয়ে নকল এবং প্রক্সি প্রার্থীও জোগান দেয় তারা। এসব জালিয়াতি করে পরীক্ষার্থীদের থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় সেটার্স চক্রের অপূর্ব ভাইয়াজি।

দর্শকের জন্য পরিচালক অশ্বিনী চৌধুরী এই ক্রাইম থ্রিলারে রেখেছেন পুলিশ আর অপরাধীর ইঁদুর-বিড়াল দৌড়। যদিও আইএমডিবিতে ২০১৯ সালে মুক্তি পাওয়া এই সিনেমার রেটিং অনেক কম; ৫.৩/১০।


সিনেমায় অপূর্ব চরিত্রে অভিনয় করেছেন শ্রেয়াস তালপাড়ে। সৎ পুলিশ অফিসার আদিত্য চরিত্রে অভিনয় করেছেন আফতাব শিবদাসানি।

বিকাশ মানি প্রযোজিত এই সিনেমার গল্প লিখেছেন বিকাশ মানি এবং অশ্বিনী চৌধুরী।

ফাররে

সালমান খান প্রযোজিত এক ঝাঁক নতুন মুখ নিয়ে ২০২৩ সালে আসে ফাররে। প্রেম তো আছেই, তবে এই সিনেমার মূল গল্পে আছে পরীক্ষায় জালিয়াতি এবং বন্ধুদের প্ররোচনায় এসব চক্রে জড়িয়ে পড়া।

দর্শকের অনেকে বলছেন, কোনো ক্রেডিট না দিয়েই ২০১৭ সালে মুক্তি পাওয়া থাই সিনেমা ‘ব্যাড জিনিয়াস’ থেকে রিমেক করা হয়েছে হিন্দি ফাররে।

এই সিনেমা বক্স অফিসে তেমন ভালো না করলেও অনেকের প্রশংসা কুড়িয়েছে। ফাররে সিনেমার আইএমডিবি রেটিং ৬.২/১০।

পরিচালক সৌমেন্দ্র পাধির থ্রিলার ঘরানার সিনেমায় নিয়তি এবং আকাশ দুই প্রধান চরিত্র; যারা পড়াশোনা করে দিল্লির এক অভিজাত স্কুলে। দুজনই ক্লাসে সেরা শিক্ষার্থী।

বান্ধবী ছবিকে পরীক্ষায় পাশ করাতে জালিয়াতির আশ্রয় নেয় নিয়তি। নির্দোষ বন্ধুসুলভ মনোভাব থেকে এই জালিয়াতির শুরু হলেও পরে সে এই কাজ করে অর্থের বিনিময়েও। এরপর এতে জড়িয়ে যায় আকাশ।

সৌমেন পাধি পরিচালিত এই সিনেমাটির গল্প লিখেছেন সৌমিন পাধি, অভিষেক জাদব জীতেন্দ্র এবং নাথ জিতু।

হোয়াই চিট ইন্ডিয়া

ভারতের শিক্ষা ব্যবস্থার হাল নিয়ে ২০১৯ সালে মুক্তি পায় ‘হোয়াই চিট ইন্ডিয়া’ সিনেমা। নিরুপায় শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত কলেজে একটি আসন পেতে মরিয়া হয়ে শেষমেশ প্রতারণার ফাঁদে পড়ে। শিক্ষার্থীদের এমন ফাঁদে ফেলে ফুলেফেঁপে ওঠে রাকেশ সিং ওরফে রকি।

এমনিতে নিরীহ দেখতে রাকেশ যে কাউকে খুব সহজে মুগ্ধ করতে পারে। আর এভাবেই ভালো ছাত্রদের লোভ দেখিয়ে অন্য ছাত্রের হয়ে পরীক্ষা দিতে প্রলুব্ধ করে রকি।

অ্যান্টি-হিরো রাকেশের ভূমিকায় অভিনয় করেছেন ইমরান হাশমি । সৌমিক সেন পরিচালিত এই সিনেমায় অভিভাবকদের সন্তানকে ‘ভবিষ্যতের বিনিয়োগ’ হিসেবে দেখার মানসিকতার প্রচ্ছন্ন সমালোচনা করা হয়েছে।

‘হোয়াই চিট ইন্ডিয়া‘ সিনেমার আইএমডিবি রেটিং ৬.১/১০।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত