Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সিনেমা যাবে গণমানুষের কাছে

movie screening fo commoners
[publishpress_authors_box]

ছোট কিংবা বড়পর্দায় নয়, মুঠোফোনে কিংবা অভিজাত কোন উৎসবে নয়, সিনেমা এবার যাবে গণমানুষের কাছে।

‘মাইন্ড দ্য গ্যাপ’ ফিল্ম মুভমেন্ট-এর এ উদ্যোগে বিনামূল্যে সিনেমা দেখার সুযোগ করে দিতে নেয়া হয়েছে ভ্রাম্যমান শর্ট ফিল্ম প্রদর্শনীর ব্যবস্থা। সাধারণ এবং খেটে খাওয়া মানুষকে বিনোদন দিতে এবং তাদের মধ্য কিছুটা মূল্যবোধ ছড়াতে এই উদ্যোগটি নিয়েছে নির্মাতাদের এই সংগঠনটি।

এক প্রেস বিজ্ঞপ্তিতে নির্মাতা ইভান মনোয়ার জানিয়েছেন রবিবার তেজগাঁও রেল স্টেশনে রাত ৭টায় ও ৮টায় দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সকাল সন্ধ্যাকে ইভান মনোয়ার বলেন, “এ উদ্যোগটি স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের। নিজেরাই চাঁদা তুলে কাজটি করছি। ফিল্মকে আমরা শ্রমজীবী মানুষের কাছে নিয়ে আসতে চাই। তাদের মন্তব্য, ফিল্ম নিয়ে তাদের ধারণা,ভাবনা,মূল্যায়ন আমাদের পাথেয়। এইসব মানুষজনই আমাদের ক্রিটিক। ভ্রাম্যমাণ ফিল্ম ফেস্টিভ্যাল এই দৃষ্টিভঙ্গি ধারণ করে।”

তিনি জানান, পরবর্তী সপ্তাহে প্রদর্শনীর স্থান — শাহবাগ, মোহাম্মদপুর বিহারী ক্যাম্প এবং কড়াইল বস্তি ।
নিছক প্রদর্শনী নয় এটিকে ‘ফিল্ম মুভমেন্ট’ তথা চলচ্চিত্র আন্দোলন হিসেবে মনে করছেন তারা। আর এ আন্দোলনে যুক্ত হতে আহ্বান জানিয়েছেন স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের। নিজেদের নির্মিত চলচ্চিত্র পাঠিয়ে বা যে কোনভাবে যুক্ত হওয়া যাবে এই কার্যক্রমে।

স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ছাড়াও দেশি-বিদেশি প্রখ্যাত নির্মাতাদের চলচ্চিত্র প্রদর্শিত হবে এই আয়োজনে।

রোববাএ প্রথম প্রদর্শনীর থিম ‘ছবির রাজনীতি। রাজনৈতিক ছবি’। এতে জুলাই গণঅভূত্থ্যানের উপর নির্মিত গোলাম রাব্বানী পরিচালিত ‘আনটাং’, ইভান মনোয়ারের ‘দ্য সাউন্ড ইজ লাউড’ ও ‘প্যাসেঞ্জার’ নামে তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত