Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

দিন গড়াচ্ছে, মন্ত্রী-এমপির স্বজনদের লাইনও বড় হচ্ছে

coxsbazar-upazilla-vote-080524
[publishpress_authors_box]

চলছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকারের এ নির্বাচনও বর্জন করছে বিএনপি। নির্বাচন জমিয়ে তোলার চেষ্টায় দলের প্রার্থী রাখেনি ক্ষমতাসীন আওয়ামী লীগ। ফলে প্রত্যেক উপজেলায় দলটির একাধিক নেতা স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন।

নির্বাচনে প্রভাব বিস্তার ঠেকাতে মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনদের প্রার্থী না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। তবে তা আমলে নিচ্ছেন না অনেকেই। প্রথম ধাপে ১৩৯ উপজেলায় নয় সংসদ সদস্যের ১৪ স্বজন ভোটে অংশ নেন। জয় পান সাত এমপির আট স্বজন, পরাজিত হন চার সংসদ সদস্যের ছয় স্বজন।

দ্বিতীয় ধাপের নির্বাচনে মন্ত্রী ও এমপিদের স্বজনদের সংখ্যা আরও বেড়েছে। আগামী ২১ মে দ্বিতীয় ধাপের এই ভোট হবে। এ ধাপের নির্বাচনেও দলের নির্দেশনা মেনে কেউ কেউ ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন। তবে এখনও আওয়ামী লীগের ১৬ জন সংসদ সদস্যের ১৭ জন স্বজন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি।

প্রথম ধাপে বাজিমাত করেছেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নানের ছেলে ও ছোট ভাই। তারা দুই জনই জয় নিয়ে মাঠ ছেড়েছেন। সব মিলে তিন সংসদ সদস্যের তিন পুত্র হয়েছেন উপজেলা চেয়ারম্যান।

আওয়ামী লীগ নেতাদের কেউ কেউ বলছেন, দলীয় নির্দেশনা যারা মানছেন না তাদের বিরুদ্ধে ‘সময় অনুযায়ী’ ব্যবস্থা নেওয়া হবে। আবার কেউ কেউ এ নিয়ে কথা বলতে চাচ্ছেন না। দলীয় সভায় এ বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সদস্য সদস্য।

তফসিল অনুযায়ী, আগামী ২১ মে দ্বিতীয় ধাপে দেশের ১৬১ উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। পাঁচ উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে। ১৬১ উপজেলায় তিন পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন দুই হাজার ৫৫ জন প্রার্থী। পাঁচ উপজেলা স্থগিত হওয়ায় তিন পদে ভোটে রয়েছেন ১ হাজার ৮২৪ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯৩ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৫২৮ জন ভোট করছেন।

টিআইবির তথ্যে দেখা গেছে, চেয়ারম্যান পদে যারা লড়ছেন তাদের মধ্যে আছেন মন্ত্রী-এমপিদের ভাই, ছেলে, চাচা, চাচাশ্বশুর, ভাইয়ের ছেলে, চাচাতো ভাই, ভগ্নিপতি ও শ্যালক।

ভোটের মাঠে রয়ে গেছেন যারা

শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ছোট ভাই নজরুল মজিদ মাহমুদ উপজেলা নির্বাচনে আছেন। তিনি নরসিংদীর মনোহরদী উপজেলায় চেয়ারম্যান পদে ভোট করছেন।

সাবেক অর্থমন্ত্রী ও কুমিল্লা-১০ (লাঙ্গলকোট, সদর দক্ষিণ ও লালমাই) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আ হ ম মুস্তফা কামালের ছোট ভাই গোলাম সারওয়ার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় চেয়ারম্যান পদে ভোট করছেন।

বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা নিয়ে গঠিত জামালপুর-১ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মাদ। তার ছোট ভাই নজরুল ইসলাম বকশীগঞ্জ উপজেলায় ভোটের মাঠে রয়ে গেছেন।

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের ছোট ভাই মাহবুবুজ্জামান আহমেদ আছেন ভোটের মাঠে। তিনি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন। একই উপজেলায় চেয়ারম্যান পদে ভোট করছেন নুরুজ্জামানের ছেলে রাকিবুজ্জামানও।

রেলমন্ত্রী ও রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী, বালিয়াকান্দি) আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিমের চাচাতো ভাই এহসানুল হাকিম সাধন বালিয়াকান্দি উপজেলার চেয়ারম্যান পদে ভোট করছেন।

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ভাই বুলবুল আহমেদ টোকন দৌলতপুর উপজেলায় চেয়ারম্যান পদে ভোট করছেন।

নড়াইল পৌরসভা ও সদরের আটটি ইউনিয়ন এবং লোহাগড়া পৌরসভা ও এ উপজেলার ১২টি ইউনিয়ন নিয়ে নড়াইল-২ আসন। সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার চাচাশ্বশুর ফয়জুল হক রোম লোহাগড়া উপজেলার চেয়ারম্যান পদে ভোটে লড়ছেন।

চুয়াডাঙ্গা-১ আসনের (আলমডাঙ্গা-সদর একাংশ) সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দারের ভাইয়ের ছেলে নঈম হাসান জোয়ার্দার চুয়াডাঙ্গার সদর উপজেলার ভোটে চেয়ারম্যান পদে লড়ছেন।

শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর চাচাতো ভাই বিল্লাল হোসেন দিপু মিয়া শরীয়তপুর সদর উপজেলার চেয়ারম্যান পদে ভোট করছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে নৌকার প্রার্থী ছিলেন সিরাজুল ইসলাম খাঁন রাজু। মহাজোটের সঙ্গে সমঝোতার কারণে তাকে প্রার্থিতা প্রত্যাহার করতে হয়। সেখানে স্বতন্ত্র প্রার্থী হয়ে এমপি হন তার ছেলে খাঁন মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন। উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন বাঁধনের বাবা উপজেলার সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম খাঁন রাজু।

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য মোর্শেদ আলমের ছেলে সাইফুল ইসলাম দীপু সেনবাগ উপজেলায় চেয়ারম্যান পদে ভোট করছেন।

ভোলা-২ (দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলা) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলের ভগ্নিপতি জাফর উল্ল্যাহ বোরহানউদ্দিন উপজেলার চেয়ারম্যান পদে ভোট করছেন।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদরের আংশিক) আসনের এমপি রুমানা আলীর বড় ভাই জামিল হাসান দুর্জয় শ্রীপুর উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন। প্রার্থিতা বাতিল হওয়ার পরও প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। শেষ পর্যন্ত ভোট করতে পারবেন আশায় উচ্চ আদালতে আপিলও করেছেন তিনি।

হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আবু জহিরের শ্যালক আক্তারুজ্জামান বাহুবল উপজেলায় চেয়ারম্যান পদে ভোট করছেন।

পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনের সংসদ সদস্য মকবুল হোসেনের পুত্র গোলাম হাসনায়েন ভাঙ্গুড়া উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন।

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরীর ভগ্নিপতি মামুনুর রশিদ রায়পুর উপজেলার চেয়ারম্যান পদে ভোট করছেন।

সময় অনুযায়ী ব্যবস্থার দাবি আ. লীগের

দলের নির্দেশনা থাকার পরও ভোটে এমপি মন্ত্রীদের স্বজনদের লাইন দীর্ঘ হচ্ছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন সকাল সন্ধ্যাকে বলেন, “দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে অনেকেই ভোট করছেন, এটা সত্য। আলোচনা সাপেক্ষে সবকিছু করা যেতে পারে। আমাদের দলীয় মিটিংয়ে এ বিষয়ে আলোচনা হবে।”

মন্ত্রী এমপিদের যেসব স্বজন ভোটের মাঠে রয়ে গেছেন তাদের বিরুদ্ধে সময় অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সকাল সন্ধ্যাকে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাসিম।

দলের যে সিদ্ধান্ত জানানো হয়েছে সে সিদ্ধান্ত ঠিক আছে জানিয়ে তিনি বলেন, “সিদ্ধান্তের কোনও নড়চড় হয়নি। এদের বিরুদ্ধে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে।”

ব্যবস্থা নেওয়ার সময় কখন আসবে- জানতে চাইলে এই আওয়ামী লীগ নেতা বলেন, “কীভাবে শাস্তি দেওয়া হবে, সেটা দলের অভ্যন্তরীণ কৌশল। সময় হলেই সব ব্যবস্থা নেওয়া হবে- এটুকুই বলতে পারি।”

দলীয় অবস্থান জানতে চাইলে কোনও কথা বলতে রাজি হননি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল। তিনি বলেন, “আমি এ ব্যাপারে কিছু বলতে পারব না। এ ব্যাপারে আমার কোনও মন্তব্য নাই।”

এবার চার ধাপে দেশের ৪৯৫ উপজেলায় নির্বাচনের আয়োজন করেছে নির্বাচন কমিশন। প্রথম ধাপে গত ৮ মে বুধবার ভোটগ্রহণ হয়েছে ১৩৯ উপজেলায়। নির্বাচন কমিশন জানিয়েছে, এ ধাপে ৩৬ দশমিক ১ শতাংশ ভোট পড়েছে। প্রথম ধাপে তিন সংসদ সদস্যের তিন পুত্র হয়েছেন উপজেলা চেয়ারম্যান।

আবার এমপির স্বজনদের সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তার ছোট ভাই শাহাদাত হোসেনও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদে লড়ছেন চেয়ারম্যান পদে। তৃতীয় ধাপে সেখানে ভোট হবে আগামী ২৯ মে।

প্রথম ধাপের নির্বাচনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবীব রুবেল নানা সমালোচনার মুখে প্রার্থিতা প্রত্যাহারের সময় বলেন, তিনি কেন্দ্রের সিদ্ধান্ত মেনে সরে দাঁড়ালেন। কিন্তু শাজহান খানের মতো আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যের ছেলেও প্রার্থী রয়ে যান। নির্বাচনে জয়ও পান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত