ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজীম আনারকে ভারতে বাংলাদেশি অপরাধীরা হত্যা করেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
তিনি বলেন, “এই হত্যাকাণ্ড নিয়ে আমরা ভারতে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা জেনেছি বাংলাদেশি কিছু অপরাধী তাকে হত্যা করেছে। নিষ্ঠুর এই হত্যাকাণ্ডে আমরাও শোকে মুহ্যমান।”
হারুন আরও জানান, ভারতীয় পুলিশের সঙ্গে বাংলাদেশ পুলিশও এই ঘটনা গভীরভাবে তদন্ত করছে।
এর আগে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গিয়ে ডিবিপ্রধানের সঙ্গে কথা বলেন এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।
তিনি বলেন, “আমার বাবার হত্যার বিচার চাই। আমাকে যারা এতিম করেছে তাদের বিচার স্বচক্ষে দেখে যেতে চাই। প্রধানমন্ত্রী আমার মায়ের মতো, আমি তার হস্তক্ষেপ কামনা করছি। আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”
চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পর গত কয়েকদিন ধরে নিখোঁজ থাকা এমপি আনার সেখানে পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে বুধবার এক সংবাদ সম্মেলনে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এ ঘটনায় বাংলাদেশ পুলিশ তিনজনকে আটক করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
৫৬ বছর বয়সী আনোয়ারুল আজীম ঝিনাইদহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।