Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

ভারতে পরিকল্পিত খুনের শিকার এমপি আনার

মেয়ের সঙ্গে এমপি আনোয়ারুল আজীম আনার।
মেয়ের সঙ্গে এমপি আনোয়ারুল আজীম আনার।
[publishpress_authors_box]

ভারতের কলকাতায় পরিকল্পিতভাবে এমপি আনোয়ারুল আজীম আনারকে খুন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার ধানমন্ডির বাসায় সাংবাদিকদের তিনি আরও জানিয়েছেন, আনারকে বাংলাদেশি কেউ হত্যা করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “খুনের সঙ্গে কারা জড়িত, খুনের মোটিভ জানতে ভারতীয় পুলিশ ও আমাদের পুলিশ কাজ করছে। আন্তর্জাতিকভাবে যেসব পন্থা অবলম্বন করা প্রয়োজন, সেই ব্যবস্থা আমরা নিচ্ছি।

“ভারতীয় পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সন্দেহভাজন অপরাধীদের মধ্য থেকে বাংলাদেশের পুলিশ ইতোমধ্যেই ৩ জনকে আটক করেছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আমরা আরও কয়েকজনকে ধরার প্রচেষ্টায় আছি। এটা একটা খুন। ঘটনার তদন্ত চলছে।”

এ ঘটনায় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ভারতের সঙ্গে সম্পর্কে ফাটল ধরবে এমন কোনও ঘটনা ঘটেনি। কারণ ভারতের কেউ এখানে জড়িত হন নাই। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে, তাতে আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত।”

তিনি বলেন, “আপনারা জানেন ঝিনাইদহের ওই এলকাটা একটি সন্ত্রাসপ্রবণ সীমান্ত এলাকা। আনার এবারও সেখানে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পরই খুনের ঘটনা ঘটেছে।

কলকাতায় যার বাড়িতে উঠেছিলেন আনার, কী বলেছিলেন তিনি

“আমাদের পুলিশ এ নিয়ে তদন্ত করছে। আমরা শিগগিরই খুনের মোটিভ কী ছিল জানাতে পারব। আমরা যখন আরও তথ্য পাব, তখন বিস্তারিত জানাতে পারব। আপাতত এটুকু বলতে পারছি কলকাতার একটি বাসায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”

মরদেহ পাওয়া গেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “তদন্তের স্বার্থে আমরা এখনই আমাদের কাছে থাকা তথ্য প্রকাশ করছি না। কেন খুন হয়েছে, কোথায় খুন হয়েছে, কারা জড়িত তদন্ত শেষে আমরা সবই জানাব। মরদেহ এখনও আমাদের হাতে আসেনি।”

এর আগে বুধবারই কলকাতা বিধান নগর পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মানব শ্রিংলা বিবিসি বাংলাকে বলেছিলেন, তদন্তে নেমে তারা প্রথমে আনারকে বহনকারী ক্যাবচালককে আটক করেন। সেই ক্যাবচালক তাদের জানান, আনারকে তার গাড়িতে তোলার পর আরও তিনজন ওঠেন। তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। পরে এই চারজন কলকাতা নিউ টাউনের ওই বাড়িতে যান।

পশ্চিমবঙ্গ পুলিশের অ্যান্টি টেররিস্ট ইউনিটের কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছে, যে ফ্ল্যাটে আনারকে নিয়ে যাওয়া হয় বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সেটি পুলিশ ঘিরে রেখেছে।

কলকাতা পুলিশ জানিয়েছে, নিউ টাউনের সঞ্জিবা গার্ডেন্সের একটি ফ্ল্যাট ঘিরে রাখা হয়েছে। সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ওই ফ্ল্যাটে তিনজনকে ঢুকতে দেখা গেছে সিসিটিভি ফুটেজে। এদের মধ্যে একজন নারী। তবে ওই তিন জনকে সেখান থেকে বের হতে দেখা যায়নি।

ঝিনাইদহে এমপি আনারের বাড়িতে শোকের মাতম, নেতাকর্মীদের ভিড়

গত ১২ মে চিকিৎসার জন্য ভারত গিয়েছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ৫৬ বছর বয়সী আনোয়ারুল আজীম আনার। উঠেছিলেন কলকাতার উত্তর শহরতলী বরাহনগরে পারিবারিক বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে। 

১৪ মে’র পর থেকে পরিবারের সঙ্গে তার কোনও যোগাযোগ ছিল না। গত ১৯ মে ঢাকায় ডিবি কার্যালয়ে সেকথা জানিয়েছিলেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। নিখোঁজ বাবার সন্ধানে এরপর ভারতে যান তিনি।

তার দুদিন পর ২২ মে বুধবার কলকাতার শহরের নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাটে আনারের লাশ পাওয়ার খবর এসেছে ভারতের সংবাদমাধ্যমে।

বাংলাদেশের একজন সংসদ সদস্যের প্রতিবেশী দেশটিতে অপমৃত্যুর বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে। তা নিয়ে উঠেছে নানা প্রশ্নও। তার মোবাইল ফোনের নানা রাজ্যে অবস্থানও রহস্য তৈরি করেছে।

পশ্চিমবঙ্গে গিয়ে প্রথমে যার বাড়িতে উঠেছিলেন আনার, সেই ব্যবসায়ী গোপাল বিশ্বাস আনার নিখোঁজ হওয়ার কথা জানিয়ে ১৮ মে বরাহনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। পাশাপাশি তিনি বিবিসি বাংলার সঙ্গেও কথা বলেছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত