কলকাতার যে ফ্ল্যাটে ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজীম আনার খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে, সেই ফ্ল্যাটে কোনও লাশ পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পর গত কয়েকদিন ধরে নিখোঁজ থাকা এমপি আনারের মরদেহ বুধবার কলকাতার অভিজাত এলাকা নিউটাউনের একটি ফ্ল্যাট থেকে পুলিশ উদ্ধার করে বলে জানায় ভারতীয় গণমাধ্যম টিভি নাইন।
এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এমপি আনোয়ারের হত্যাকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক, অনভিপ্রেত। যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, সেই ফ্ল্যাটে ঢুকেছিল কলকাতা পুলিশ, কিন্তু কোনও লাশ সেখানে পাওয়া যায়নি।”
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “কীভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে, এ নিয়ে বিস্তারিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলবে।
“আমরা আমাদের কলকাতার ডেপুটি হাইকমিশনের মাধ্যমে খোঁজখবর রাখছি, হাইকমিশন কলকাতা পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেও যোগাযোগ রাখা হচ্ছে। যেহেতু বিষয়টি তদন্তাধীন, সেজন্য এর চেয়ে বেশি কিছু আর বলতে পারি না।”
এ ঘটনায় দুদেশের সম্পর্কে প্রভাব পড়বে কিনা- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এটা পরিকল্পিত একটি হত্যাকাণ্ড। এখানে দুই রাষ্ট্রের কোনও বিষয় জড়িত নেই।”
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এক সংবাদ সম্মেলনে জানান, সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে কলকাতার একটি বাসায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় বাংলাদেশ পুলিশ তিনজনকে আটক করেছে এং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
৫৬ বছর বয়সী আনোয়ারুল আজীম ঝিনাইদহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।