চিকিৎসার জন্য ভারতে যাওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার কলকাতার অভিজাত এলাকা নিউটাউনের একটি ফ্ল্যাট থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে বলে ভারতীয় সংবাদ মাধ্যম টিভি নাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে।
এতে বলা হয়, ভারতে চিকিৎসা করাতে এসেছিলেন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজীম। গত পাঁচ দিন ধরে তার কোনও খোঁজ মিলছিল না। বাংলাদেশের গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করে। পরে বিষয়টি নিয়ে ভারতের সঙ্গেও যোগাযোগ করে তারা। বুধবার সকালে উদ্ধার হল সেই সাংসদের মরদেহ।
সংসদ সদস্য আনারের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ গত রবিবার সাংবাদিকদের জানান, গত ১২ মে দর্শনা স্থলবন্দর দিয়ে এমপি আনার চিকিৎসার জন্য ভারতে যান। ১৪ মে পর্যন্ত পরিবারের সঙ্গে তার যোগাযোগ ছিল। এরপর তার সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি পরিবার।
পাঁচ দিন ধরে বাবার সঙ্গে যোগাযোগ করতে না পেরে তার সন্ধান পেতে গত রবিবার বিকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে যান তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।
তবে গত কয়েকদিনেও এমপি আনারের বিষয়ে কিছু জানাতে পারেনি গোয়েন্দা পুলিশ। সর্বশেষ মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও জানান, আনোয়ারুল আজীম আনারের বিষয়ে কোনও হালনাগাদ তথ্য পাওয়া যায়নি।
এরপর বুধবার তার লাশ উদ্ধারের খবর দিল ভারতের একটি সংবাদ মাধ্যম।
টিভি নাইনের প্রতিবেদনে বলা হয়, গত ১২ মে কলকাতায় এসেছিলেন আনার। একজন অফিসারের ফ্ল্যাটে উঠেছিলেন তিনি। সঙ্গে ছিলেন আরও তিনজন। বরানগর এলাকার সিঁথিতে যে বন্ধুর বাড়িতে উঠেছিলেন এমপি আনার, তার নাম গোপাল বিশ্বাস।
গত ১৩ মে গোপাল বিশ্বাসের বাড়ি থেকে বেরিয়ে এমপি আনার ভাড়া করা গাড়িতে উঠেছিলেন উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, ওইদিন দুপুর ১ টা ৪১ মিনিটে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। তারপর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।
এতে আরও বলা হয়, এমপি আনার স্নায়ুরোগ বিশেষজ্ঞ দেখাতে কলকাতায় গিয়েছিলেন। ১৩ মে-র পর তার সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি পরিবার।
এমপি আনারের সন্ধান চেয়ে বাংলাদেশের থানায় অভিযোগ করা তার মেয়ে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।
এতে আরও বলা হয়, এমপি আনারের নিখোঁজের ঘটনায় তার বন্ধু গোপাল বিশ্বাস গত ১৮ মে বরানগর থানায় ডায়েরি করেন। সেই সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ।
এমপি আনারকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে– এমন তথ্য জানিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ অবশ্য এ বিষয়ে স্পষ্টভাবে মুখ খুলছে না। তারা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কথা জানিয়েছে। কারা এমপি আনারের সঙ্গে দেখা করতে এসেছিলেন, খতিয়ে দেখা হচ্ছে সেটাও।
টিভি নাইন জানিয়েছে, ঘটনাটি তদন্ত করছে বিধাননগর পুলিশ কমিশনারেট। সঙ্গে রয়েছে আইবি, এসটিএফ।
আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা তিন বার এই আসনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।