Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

সংসদীয় কমিটির সভাপতি হয়েই নিজের এলাকার সুবিধা চাইলেন মাহফুজুর

সন্দ্বীপ
[publishpress_authors_box]

বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলের দ্বীপ উপজেলা সন্দ্বীপ। জেলা শহর চট্টগ্রাম থেকে নদীপথে এর দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার। আর মূল ভূখণ্ডের সবচেয়ে কাছের সীতাকুণ্ড উপকূল থেকে দূরত্ব ১৬ কিলোমিটারের বেশি। যোগাযোগের মূল মাধ্যম ট্রলার বা স্পিডবোট। আর সেই যোগাযোগও প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে বিচ্ছিন্ন হয়ে যায়।

জাতীয় সংসদের সন্দ্বীপ (চট্টগ্রাম-৩) আসনে গত তিন নির্বাচনে জয়ী হয়ে আসছেন মাহফুজুর রহমান। তার বাবা মোস্তাফিজুর রহমানও এক সময় সন্দ্বীপের সংসদ সদস্য ছিলেন।

প্রতিবারই নিজ এলাকার জনগণের যাতায়াতের জন্য সি ট্রাক চালুর চেষ্টা করেন মাহফুজুর। এবার নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়ে প্রথম বৈঠকেই চট্টগ্রাম থেকে সি ট্রাক চালুর সুপারিশ করেছেন তিনি।

পাশাপাশি এ দ্বীপ উপজেলার সঙ্গে ফেরি সার্ভিস দিন-রাত সবসময় চালু রাখার সুপারিশও এসেছে রবিবারে বৈঠক থেকে।

বৈঠক শেষে জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

এর আগে একাধিকবার জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন মাহফুজুর। সেসময় সন্দ্বীপের সঙ্গে ফেরি ও সি ট্রাক চালুর জন্য একাধিকবার প্রস্তাব দিয়েছিলেন তিনি।

তবে তার সেই প্রস্তাবগুলো সুপারিশ আকারে উঠে আসেনি। এবার কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ার পর প্রথম বৈঠকেই তিনি নিজেই প্রস্তাব আনেন। পরে কমিটি তা সুপারিশ আকারে গ্রহণ করে।

সুপারিশে ফেরি সার্ভিস দিবা-রাত্রি চালুর পাশাপাশি এপ্রিল থেকে সেপ্টেম্বর ছয় মাস ফেরির ডাবল ট্রিপ চালু রাখার সুপারিশও করা হয়।

বৈঠকের বিষয়ে মাহফুজুর রহমানের সঙ্গে কথা বলেছে সকাল সন্ধ্যা।

তিনি জানান, প্রথম বৈঠকে কমিটির সদস্যরা একে অন্যের সঙ্গে পরিচিত হয়েছেন। বিভিন্ন বিষয়ে কথা বলেছেন।

সন্দ্বীপের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয়ে করা সুপারিশ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “সি ট্রাক চালু হলে আমার এলাকার জনগণের সুবিধা হবে, সেজন্যই এই সুপারিশ করা হয়েছে।”

এই কমিটির অন্য সদস্যরা হলেন, নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, গোলাম কিবরিয়া টিপু, মো. জাকারিয়া, ফিরোজ আহম্মেদ স্বপন, হাবিবুন নাহার ও মো. আওলাদ হোসেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত