দুর্গাপূজার মহাষ্টমীর দিন পুরান ঢাকার তাঁতীবাজারে ছিনতাইকারী ধরতে গিয়ে পাঁচজন আহত হয়েছে। এ ঘটনায় তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। আহতদের মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাত ৮টার দিকে তাঁতীবাজারের ১৭ নম্বর পূজামণ্ডপের পেছনে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, তাঁতীবাজার ১৭ নম্বর পূজামণ্ডপের পেছনে শুক্রবার রাত ৮টার দিকে এক নারীর গলার চেইন ছিনতাইয়ের চেষ্টা করে একদল দুর্বৃত্ত। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গেলে ছিনতাইকারীরা তাদের চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছিনতাইকারীদের আঘাতে ঘটনাস্থলে পাঁচজন আহত হয়। আহতদের মধ্যে কারও হাতে, কারও গলায়, কারও বুকে আঘাত লাগে। স্থানীয়দের সহায়তায় পরে তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশ।
আটককৃতদের কাছ থেকে একটি চাকু, একটি চেইন এবং ঘটনাস্থল থেকে তরল পদার্থভর্তি একটি বোতল উদ্ধার করে পুলিশ। আহতদের পরে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।
পুলিশের হাতে আটক তিন ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান তালেবুর রহমান।