Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
বাংলাদেশ-মালদ্বীপ ফিফা ফ্রেন্ডলি

কাজেমের পরিবর্তে জনিকে নিয়ে কাবরেরার একাদশ

বাংলাদেশ ফুটবল দলের কোচ দারুণ আশাবাদী দলকে নিয়ে।
বাংলাদেশ ফুটবল দলের কোচ দারুণ আশাবাদী দলকে নিয়ে।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

মালদ্বীপের বিপক্ষে ১৩ নভেম্বর ফিফা প্রীতি ম্যাচে প্রথমবারের মতো একাদশে সুযোগ পান কানাডা প্রবাসী কাজেম শাহ। কিন্তু শনিবার তাকে একাদশের বাইরে রেখে দল গড়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কাজেম শাহর পরিবর্তে দলে ঢুকেছেন মজিবর রহমান জনি।  

সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

কাবরেরার এই একাদশে আগে থেকেই নেই নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ও মিডফিল্ডার মোহাম্মদ সোহেল রানা,  ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ ও  কাজী তারিক। চোট ও পারফরম্যান্সের কারণে আগেই এবার খেলার সুযোগ হারিয়েছে দুজন। গোলপোস্টের নিচে আছে মিতুল মারমা। রক্ষণে সাদ উদ্দিন, তপু বর্মণ, শাকিল আহাদ ও ঈসা ফয়সাল।

মাঝ মাঠে সোহেল রানা, মোহাম্মদ হৃদয় ও মজিবর রহমান জনি ।  দুই উইংয়ে খেলবেন রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম। তাদের পিছনে শেখ মোরসালিন থাকবেন।

শনিবারের ম্যাচ নিয়ে কাবরেরা বলেন, “প্রথম ম্যাচের পরই আমি বলেছিলাম, ভালো এবং ইতিবাচক খেলার পর এমন ফল পাওয়াটা কষ্টদায়ক ছিল, আসলে জয়ের উচ্চাশা ছিল সবার, যেটা আমরা অর্জন করতে পারিনি। এটা মানসিকভাবে খেলোয়াড়দের জন্য কঠিন। ট্রেনিংয়ে শারীরিক ও মানসিকভাবে ছেলেদের রিকভারি করা হয়েছে। ট্রেনিং সেশন নিয়ে আমরা ইতিবাচক। ছেলেরা শারীরিক ও মানসিকভাবে সতেজ হয়ে উঠেছে। এবারও প্রত্যাশা উঁচুতে, ভরপুর প্রাণশক্তিও আছে। পরের ম্যাচের দিকে তাকিয়ে আছি, আশা করি আমরা এবার জিতব।”

ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় এসেছে মালদ্বীপ ফুটবল দল। প্রথম ম্যাচে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে সিরিজে এগিয়ে আছে মালদ্বীপ।

বাংলাদেশ একাদশ : মিতুল মারমা ,সাদ উদ্দিন, তপু বর্মণ, শাকিল আহাদ, ঈসা ফয়সাল, সোহেল রানা, মোহাম্মদ হৃদয় , মজিবর রহমান জনি, ফয়সাল আহমেদ ফাহিম , রাকিব হোসেন ও শেখ মোরসালিন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত