Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

রান বন্যা, জুরেলের স্যালুট আর স্যামসনের বিশ্বকাপ

বাবাকে স্যালুট দিচ্ছেন ধ্রুব জুরেল। ছবি : এক্স
বাবাকে স্যালুট দিচ্ছেন ধ্রুব জুরেল। ছবি : এক্স
[publishpress_authors_box]

আইপিএল ও টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড হয়েছে আগের দিনই। ২৪ ঘণ্টা না যেতে আবারও রান বন্যা আইপিএলে। দিল্লি ক্যাপিটালসের ২৫৭ রানের জবাবে মুম্বাই ইন্ডিয়ানস ৯ উইকেটে ২৪৭ করে হেরেছে ১০ রানে।

শনিবারের দ্বিতীয় ম্যাচেও রান উৎসব। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ১৯৬ রানের চ্যালেঞ্জ ১ ওভার হাতে রেখে পেরিয়ে যায় রাজস্থান রয়্যালস। ৭ উইকেটের জয়ে চতুর্থ উইকেটে ৬২ বলে অবিচ্ছিন্ন ১২১ রানের জুটি গড়ে গুরুত্বপূর্ণ অবদান সঞ্জু স্যামসন ও ধ্রুব জুরেলের।

৩৪ বলে ৫২ রানে অপরাজিত থাকা জুরেল স্যালুট দেন তার বাবার উদ্দেশ্যে। কারণ তার বাবা ছিলেন কারগিল যু্দ্ধের অন্যতম যোদ্ধা। ৩৩ বলে ৭ বাউন্ডারি ৪ ছক্কায় ৭১ রানে অপরাজিত ছিলেন সঞ্জু স্যামসন।

এমন বিস্ফোরক ইনিংসের পরও বিশ্বকাপ নিশ্চিত নয় স্যামসনের। কারণ উইকেটরক্ষক হিসেবে ভারতের পছন্দ ঋষব পন্ত। তবে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন পাশে দাঁড়ালেন স্যামসনের, ‘‘আমি হলে ভারতের বিশ্বকাপ দলে সবার আগে নির্বাচন করতাম স্যামসনকে।’’ এমন সমর্থনে স্যামসনের বিশ্বকাপ ভাগ্য খুলে কিনা সেটাই দেখার।

জ্যাক-ফ্রেইজার-ম্যাকগার্ক খেলেন ২৭ বলে ৮৪ রানের ঝড়ো ইনিংস। ছবি : এক্স

মুম্বাইয়ের বিপক্ষে জ্যাক-ফ্রেইজার-ম্যাকগার্ক ২৭ বলে ৮৪ রানের ঝড়ো ইনিংসে দিল্লিকে এনে দেন ২৫৭ রানের পুঁজি। শাই হোপ করেন ১৭ বলে ৪১। জবাবে তিলক ভার্মা ৩২ বলে ৬৩ আর পান্ডিয়া ২৪ বলে ৪৬ করে আশা জাগালেও মুম্বাই হারে ১০ রানে।

৯ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে রাজস্থান। সমান ম্যাচে লক্ষ্ণৌয়ের পয়েন্ট ১০ আর মুম্বাইয়ের ৬। ১০ ম্যাচে দিল্লির পয়েন্ট ১০।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত