Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

মুনিয়া হত্যা মামলায় নিষ্কৃতি পেলেন বসুন্ধরা এমডি

ঢাকা মহানগর জজ আদালত।
ঢাকা মহানগর জজ আদালত।
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

কলেজ শিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় চূড়ান্ত প্রতিবেদনে বাদীর নারাজি আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া চূড়ান্ত প্রতিবেদন আদালত আমলে নেওয়ার ফলে অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।

বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক শওকত আলীর আদালত নারাজি আবেদন নামঞ্জুর করেন বলে ঢাকা মহানগর আদালতের বিশেষ পিপি মোহাম্মদ রেজাউল করিম।

তিনি সকাল সন্ধ্যাকে বলেন, “পিবিআইর যে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল, সেটা গৃহীত হয়েছে। এর ফলে মামলা থেকে সব আসামি অব্যাহতি পেলেন।”

অব্যাহতি পাওয়া অন্য আসামিদের মধ্যে আনভীরের বাবা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, মা আফরোজা সোবহান, স্ত্রী সাবরিনা রয়েছেন। অন্যরা হলেন- শারমিন, সাইফা রহমান মিম, ফারিয়া মাহবুব পিয়াসা এবং ইব্রাহিম আহমেদ রিপন।

তবে মামলার বাদীর পক্ষের আইনজীবী মো. সারোয়ার হোসেন সকাল সন্ধ্যাকে বলেছেন, তারা জজ আদালতের আদেশের বিরুদ্ধে হাই কোর্টে যাবেন।

কুমিল্লর মেয়ে মুনিয়া ঢাকার একটি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০২১ সালের ২৬ এপ্রিল গুলশান-২ নম্বরের ১২০ নম্বর সড়কের একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সেই রাতেই মুনিয়ার বড় বোন নুসরাত জাহান কুমিল্লা থেকে এসে বোনকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে গুলশান থানায় মামলা করেন।

ওই মামলায় আনভীরকে একমাত্র আসামি করা হয়েছিল। তবে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি উল্লেখ করে থানা পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়।

পরবর্তীকালে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এ হত্যা মামলা করেন নুসরাত জাহান। আদালত তখন পিবিআইকে অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছিল।

২০২২ সালে আনভীরসহ ্আট আসামিকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পিবিআই। তা প্রত্যাখ্যান করে নারাজি আবেদন দাখিল করেন নুসরাত।

গত ১০ মার্চ নারাজির বিষয়ে শুনানি শেষ হয়। বুধবার আদালত নারাজি আবেদন নামঞ্জুর করে সিআইডির প্রতিবেদন গ্রহণ করল। এখন উচ্চ আদালতের কোনও আদেশ না এলে এই মামলার এখানেই ইতি ঘটবে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত