আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কিপিং করার সময় আঙুলে চোট পেয়েছেন মুশফিকুর রহিম। ওই চোটে আপাতত আফগান সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলা হচ্ছে না এই ব্যাটারের। পাশাপাশি এক্সরে রিপোর্ট দেখার পর সিরিজের তৃতীয় ম্যাচে তার খেলা নিয়েও সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।
আঙ্গুলের চোটের কারণে ব্যাটিং অর্ডারে একটু নিচের দিকে নেমেছিলেন মুশফিক। আফগান ইনিংসের শেষদিকে ব্যাথা পেয়েছিলেন তিনি। প্রাথমিক শুশ্রূষা করে ম্যাচের বাকি অংশে খেলেছিলেন। ব্যাট হাতে খুব ভালো করতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার।
বিসিবির চিকিৎসক ডা.দেবাশীষ চৌধুরী সকাল সন্ধ্যাকে জানিয়েছেন, “মুশফিকের ইনজুরি বলতে আমরা আঙুলে চিড় হয়েছে বলে সন্দেহ করছি। এখনও পরীক্ষার রিপোর্ট আসেনি। এরপর নিশ্চিত বলতে পারব সে কতদিন খেলতে পারবে না।”
আফগানিস্তান সিরিজের পর নভেম্বরেই উইন্ডিজ যাবে বাংলাদেশ। সেখানে ২২ তারিখ থেকে শুরু টেস্ট সিরিজ। ইনজুরিতে দুই সপ্তাহের বেশি মাঠের বাইরে থাকতে হলে মুশফিকের উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও মুশফিককে মিস করতে পারে বাংলাদেশ।