Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে খেলা হচ্ছে না মুশফিকের

টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিক। ছবি: বিসিবি
টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিক। ছবি: বিসিবি
[publishpress_authors_box]

ওয়ানডে সিরিজ জয়ের পর ট্রফি উদযাপনের মধ্যমণি ছিলেন মুশফিকুর রহিম। তখনও জানতেন না বড় এক দুঃসংবাদ অপেক্ষা করছে তার জন্য। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হচ্ছে না অভিজ্ঞ ব্যাটারের। আঙুলের চোটে তার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার (১৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ডান হাতের বুড়ো আঙুলে পাওয়া চোটে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলা হচ্ছে না মুশফিকের। তার বদলির নাম দ্রুতই ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের তৃতীয় ও শেষ ওয়ানডে বাংলাদেশ জিতেছে ৪ উইকেটে। তাতে ২-১ ব্যবধানে সিরিজ জয়ও নিশ্চিত হয় স্বাগতিকদের। এই ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসের দ্বিতীয় ওভারে তাসকিন আহমেদের বল ধরতে গিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে আঘাত পান মুশফিক। ফিজিও বায়েজিদুল ইসলাম কাছ থেকে মাঠেই চিকিৎসা নিয়েছিলেন তিনি। ম্যাজিক স্প্রে নেওয়ার পর টেপ পেঁচিয়ে বাকিটা সময় কিপিংয়ের দায়িত্ব সামলেছেন। পরে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাংলাদেশের জয়ের পথে।

ওয়ানডে ম্যাচটি শেষ করলেও টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিক। বিসিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বায়েজিদ বলেছেন, “ম্যাচ শেষে মুশিফকের আঙুলে এক্সরে করা হয়েছে। তার আঙুলে চিড় ধরা পড়েছে। এই ধরনের চোট কাটিয়ে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় দরকার। এর অর্থ হলো, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে তার খেলা হচ্ছে না।”

সোমবার শেষ হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ। চট্টগ্রামের ম্যাচ চলার সময় প্রথম টেস্টের জন্য বিসিবির ঘোষিত ১৫ সদস্যের দলে ছিলেন মুশফিক। কিন্তু একদিনের ব্যবধানে দল থেকে ছিটকে গেলেন এই উইকেটকিপার ব্যাটার।

২২ মার্চ সিলেটে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু চট্টগ্রাম, ম্যাচ শুরু হবে ৩০ মার্চ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত