Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

পাকিস্তানে মুশফিক-মুমিনুলদের ‘টেস্ট প্রস্তুতি’

মুশফিক-মুমিনুল
[publishpress_authors_box]

টেস্ট চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ভালো প্রস্তুতির জন্য টেস্ট দলের কয়েকজনকে পাকিস্তান পাঠানো হবে। বিসিবি নির্বাচকদের এই চিন্তা আগে থেকেই জানা ছিল। মুশফিক-মুমিনুল এবং ওপেনারদের সেই তালিকায় রেখে মঙ্গলবার বাংলাদেশ “এ’ দল ঘোষণা করল বিসিবি।

আগামী ৬ আগস্ট পাকিস্তানে দুটি চারদিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচের সিরিজ খেলতে দেশ ছাড়বেন ক্রিকেটাররা। সিরিজের দুটি চারদিনের ম্যাচ হবে ১০-১৩ আগস্ট এবং ১৭-২০ আগস্ট। তিনটি একদিনের ম্যাচ হবে ২৩, ২৫ ও ২৭ আগস্ট। সবগুলো ম্যাচই হবে ইসলামাবাদে।

সফরের প্রথম চারদিনের ম্যাচে টেস্ট দলের দুই ওপেনার মাহমুদুল হাসান জয়, জাকির হাসান ও দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মুমিনুল হক খেলবেন। অফস্পিনার নাঈম হাসানও এই দলে আছেন। এক ম্যাচ খেলে দেশে ফিরবেন এই পাঁচ ক্রিকেটার।

এই ৫ জন ছাড়াও আরও ৩০ ক্রিকেটার পাকিস্তান যাবেন দ্বিতীয় চারদিনের ম্যাচ ও তিন ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে। দ্বিতীয় চারদিনের ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মোহাম্মদ সাইফউদ্দিন ও জাকের আলির মতো সাদা বলের ক্রিকেটারদের।

প্রথম চারদিনের ম্যাচের দল : মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহিদুল ইসলাম অঙ্কন, নাঈম হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।

দ্বিতীয় চারদিনের ম্যাচের দল : এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, সৌম্য সরকার, শাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলি, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, হাসান মুরাদ, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।

ওয়ানডে দল : সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত