Beta
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
Beta
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

এই রক্তপাত বন্ধ হোক, শান্তি আসুক : মুশফিক

মুশফিক
[publishpress_authors_box]

কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশের জাতীয় ক্রিকেটারদের নিশ্চুপ অবস্থান সামাজিক যোগযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তুলেছে। সোমবার থেকে কোটা সংস্কার দাবি তোলা ছাত্রদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ চলছে। এ নিয়ে তরুণ ক্রিকেটাররা নিন্দা জানালেও দেশের শীর্ষ ক্রিকেটাররা কোন মন্তব্য করেননি।

তাই পঞ্চপাণ্ডব খ্যাতি পাওয়া মাশরাফি-সাকিব-তামিম-মুশফিক-মাহমুদউল্লাহদের নিয়ে বিভিন্ন পোস্ট ঘুরছিল সমাজিক মাধ্যমে। বুধবার এই পাঁচ তারকার মধ্যে মুশফিকুর রহিম নিজের মতামত জানালেন পোস্ট আকারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মুশফিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের ওপর হামলাকে নিন্দনীয় বলেছেন।

বুধবার সকাল ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন মুশফিক। তাতে এই ক্রিকেটার লিখেছেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে, আমি আমার ভাইবোনদের ওপর আর কোনো সহিংসতা দেখতে চাই না। আমার শিক্ষকেরা, যাঁরা অতুলনীয় সাহস দেখিয়ে তাঁদের ছাত্রছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন, তাঁদের প্রতি অতল শ্রদ্ধা। এটা কোনো ছাত্রের জন্য মেনে নেওয়া কঠিন যে তাঁর শিক্ষক হেনেস্তা হয়েছেন। যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি।”

এই পরিস্থিতির দ্রুত শান্তিপূর্ণ সমাধানের রাস্তা বের করতেও অনুরোধ করেছেন মুশফিক, “যেকোনো উপায়েই হোক এই রক্তপাত বন্ধ হোক। শান্তি আসুক। সংশ্লিষ্টরা সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করবেন এটাই অনুরোধ। আল্লাহ আমাদের ঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।”

জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক ছাত্র।

এর আগে দেশে চলমান এ আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া জানান তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম, তানজিম হাসানরা।

লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে শ্রীলঙ্কায় থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয় লিখেন, ‘সবকিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি…আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি, আর রক্তাক্ত না হোক।’

একই দিনে জাতীয় দলের অপর ক্রিকেটার নুরুল হাসান সোহান সহিংসতা বন্ধের আহবান জানিয়ে ফেসবুকে লিখেছেন, “ভবিষ্যৎ বাংলাদেশের রক্ত আর দেখতে চাই না, শান্তি চাই।”

মুশফিকের মতো বুধবার জাতীয় দলের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম ও আফিফ হোসেনও সহিংসতা বন্ধের আহবান জানিয়েছেন। এক ধাপ এগিয়ে শুধু কোটা নয় গোটা দেশ সংস্কারের প্রয়োজন মনে করেন জাতীয় আরচার রোমান সানা।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত