Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

আফগানিস্তান সিরিজ শেষ মুশফিকের

চোটে ছিটকে গেলেন মুশফিক। ছবি: এক্স
চোটে ছিটকে গেলেন মুশফিক। ছবি: এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে এলো মুশফিকুর রহিমের চোট। আফগানিস্তানের বিপক্ষে হেরে ওয়ানডে সিরিজ শুরু হয়েছে বাংলাদেশের। ওই ধাক্কা আরও জোরেশোরে লাগল মুশফিকের ছিটকে যাওয়ার খবরে। আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ আর খেলা হচ্ছে না এই উইকেটকিপার ব্যাটারের।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে মুশফিকের চোটের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাঁহাতের তর্জনী আঙুলের চোটে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে খেলা হচ্ছে না এই অভিজ্ঞ ক্রিকেটারের।

লিটন দাসের অনুপস্থিতিতে শারজার প্রথম ওয়ানডেতে উইকেটকিপারের দায়িত্বে ফিরেছিলেন মুশফিক। তবে তার ফেরাটা সুখকর হলো না। কিপিং করতে গিয়েই আঙুলে চোট পেয়েছেন তিনি। ফলে, প্রথম ওয়ানডে খেলেই মাঠের বাইরে চলে গেলেন ৩৭ পেরোনো এই ক্রিকেটার।

বিসিবির পাঠানো বিজ্ঞপ্তিতে টিম ফিজিও দেলোয়ার হোসেন বলেছেন, “আফগানিস্তানের ব্যাটিং ইনিংসের শেষদিকে উইকেটকিপিং করতে গিয়ে বাঁ তর্জনীর ডগায় চোট পান মুশফিক। ম্যাচের পর এক্স-রেতে ডিআইপি জয়েন্টের কাছে একটি চিড় ধরা পড়েছে। ফলে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে তাকে পাওয়া যাচ্ছে না।”

এর আগে সকাল সন্ধ্যার কাছে মুশফিকের চোটের বিষয়টি নিশ্চিত করেছিলেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তবে এই ক্রিকেটারকে ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হতে পারে, সে ব্যাপারে নিশ্চিত করতে পারেননি তিনি।

আঙুলের চোট নিয়েই অবশ্য ব্যাটিং অর্ডারে একটু নিচের দিকে নেমেছিলেন মুশফিক। তবে ১ রানে শেষ হয় তার ইনিংস।

৯২ রানের হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর লড়াইয়ে ৯ নভেম্বর শারাজায় দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে আফগানদের। একই ভেন্যুতে শেষ ম্যাচ ১১ নভেম্বর।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত