Beta
শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
Beta
শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

মুশতাককে নিয়ে আশা ছাড়েনি বিসিবি

াপট২৩
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

বিশ্বকাপ শেষে বাংলাদেশের সঙ্গে চুক্তি নবায়ন করেননি মুশতাক আহমেদ। ক্রিকেট পাকিস্তান জানিয়েছে বিসিবির আগ্রহ থাকলেও নতুন প্রস্তাব দেওয়া হয়নি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী আজ মিরপুরে এর কারণ জানিয়েছেন সাংবাদিকদের।

নিজাম উদ্দিন চৌধুরী বললেন, ‘‘আগে থেকেই তার কিছু চুক্তি করা ছিল। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে যেটা আছে, এর বাইরে আরও কিছু চুক্তি তার আছে। তখন আমরা শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ওইটুক পর্যন্ত চুক্তি করি। তার সঙ্গে আজকেও কথা হয়েছে। উনার ডিসেম্বর পর্যন্ত আগের কিছু চুক্তি করা আছে।’’

বিসিবি অবশ্য এখনও আশাবাদী মুশতাককে পাওয়ার ব্যাপারে। এ নিয়ে নিজাম উদ্দিন চৌধুরী জানালেন, ‘‘আমরা আমাদের সামনের সিরিজগুলোর সূচি পাঠিয়েছি। সেটা দেখে যত তাড়াতাড়ি সম্ভব তিনি সিদ্ধান্ত জানাবেন। গত সংবাদ সম্মেলনে আমাদের প্রেসিডেন্ট মহোদয় জানিয়েছেন, আমরা তার ব্যাপারে আগ্রহী। যেহেতু তার দিক থেকেও ইতিবাচক সাড়া পাচ্ছি, আমরা আপাতত তাকেই বিবেচনা করছি।’’

খন্ডকালীন সময়ের জন্য হলেও মুশতাককে চাওয়ার কথা জানিয়ে রাখলেন নিজাম উদ্দিন,‘‘ অন্যান্য কাজের বাইরে যে সময়টা তিনি বাংলাদেশকে দিতে পারবেন, সে সময়টা দেবেন। পাশাপাশি তার সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদি চুক্তির ব্যাপারেও কথা হচ্ছে।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত