Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

দক্ষিণ আফ্রিকা সিরিজে মুশতাকের ব্যস্ততা

shanto
[publishpress_authors_box]

পাকিস্তান সিরিজের পর লেগ স্পিন কোচ মুশতাক আহমেদের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ বাড়েনি। তবে খন্ডকালীন কোচ হিসেবে সুবিধাজনক সময় মতো কাজ করার কথা ছিল। সে অনুযায়ী দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে ব্যস্ত সময় পার করছেন মুশতাক আহমেদ।

গত বছর এপ্রিলে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানী এই লেগ স্পিন লিজেন্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে তার অধীনে দারুণ করেছেন রিশাদ হোসেন। তাই মুশতাক আহমেদের গ্রহণযোগ্যতাও বাড়ে। পাকিস্তান সিরিজে অবশ্য বাংলাদেশ পেসাররা ভালো করেছেন।

এরপর ভাত সফরে দলের সঙ্গে ছিলেন না। মুশতাক ওই সিরিজের আগে তার সঙ্গে নতুন চুক্তি হয়নি। পরে জানা যায় অন্য ব্যস্ততা থাকায় দীর্ঘসময় বাংলাদেশের হয়ে কাজ করা হচ্ছে না তার। সুবিধাজনক সময়ে সিরিজ ধরে কাজ করবেন।

তাই শুক্রবার রাতে দক্ষিণ আফ্রিকা সিরিজ সামনে রেখে বাংলাদেশে এসেছেন ‍মুশতাক। শনিবার দলের অনুশীলনেও ছিলেন। ভারতের বিপক্ষে রিভার্স সুইপ করতে গিয়ে আউট হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ককে রিভার্স সুইপে কিভাবে ঝুঁকিহীন শট নেওয়া যায় তাই দেখাচ্ছিলেন এই কোচ।

এই সিরিজের পর আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে থাকবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। নিশ্চিত চুক্তি না হলেও এ সিরিজে তার থাকা আপাতত নিশ্চিত।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত