Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ

মুশতাক-১
[publishpress_authors_box]

বাংলাদেশের কোচিং স্টাফে যুক্ত হলেন পাকিস্তানি কিংবদন্তি স্পিনার মুশতাক আহমেদ। স্পিন বোলিং কোচ হিসেবে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপজয়ী এই লেগ স্পিনার যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

স্পিন বোলিং কোচ হিসেবে ইংল্যান্ড দলে লম্বা সময় কাজ করেছেন মুশতাক। ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত ছিলেন ইংল্যান্ডের সঙ্গে। এরপর জন্মস্থান পাকিস্তানের বোলিং পরামর্শক হিসেবে ২০১৪ সাল থেকে ২০১৬ সালের মে মাস পর্যন্ত কাজ করেছেন।

 ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের সহকারী কোচ ও স্পিন বোলিং পরামর্শক হয়েছিলেন। এরপর আবার ফেরেন পাকিস্তান দলে। সেবার ২০২০ সালের জুনে ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের সঙ্গে ছিলেন তিনি।

মুশতাক এবার যোগ দিলেন বাংলাদেশের কোচিং স্টাফে। সামনের মাসে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের আগেই সাকিব আল হাসান-মেহেদী হাসান মিরাজদের কোচের দায়িত্ব নিবেন মুশতাক। এ মাসেই শুরু হবে এই সিরিজের প্রস্তুতি, সেই ক্যাম্পে দলের সঙ্গে থাকবেন তিনি।

খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ছাপ রেখেছেন মুশতাক। পাকিস্তানের জার্সিতে ৫২ টেস্টে তার ১৮৫ উইকেট। এছাড়া ১৪৪ ওয়ানডেতে নিয়েছেন ১৬১ উইকেট। কোচিং ক্যারিয়ারেও দারুণ সময় পার করা সাবেক এই স্পিনার বাংলাদেশের স্পিন বিভাগের দায়িত্ব নিতে মুখিয়ে আছেন।

তিনি বলেছেন, “স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশ দলের অংশ হতে পারা অনেক সম্মানের। দায়িত্ব নিতে আমি মুখিয়ে আছি। আমার অভিজ্ঞতা খেলোয়াড়দের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আমি সবসময় বিশ্বাস করি তারা অন্যতম ভয়ঙ্কর একটা দল। তারা যেকোনও দলকে হারাতে পারে, তাদের সেই সামর্থ্য আছে, প্রতিভা আছে। বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত