Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

ইউরোপে শাকিরি প্রথম, রোনালদোর পাশে মুসিয়ালা

জেরদান শাকিরির গোল উদযাপন। ছবি: টুইটার
জেরদান শাকিরির গোল উদযাপন। ছবি: টুইটার
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

চমৎকার ফুটবলে জয় দিয়ে ইউরো মিশন শুরু করেছিল সুইজারল্যান্ড। সেই ধারাবাহিকতা থামল না তাদের। স্কটল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে সুইসদের। ১৩ মিনিটে স্কট ম্যাকটোমিনির গোলে এগিয়ে যায় স্কটিশরা। তবে ২৬ মিনিটে দারুণ গোলে সুইজারল্যান্ডকে সমতায় ফেরান জেরদান শাকিরি। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রতে শেষ হয়েছে দুই দলের লড়াই।

সুইজারল্যান্ডকে সমতায় ফেরানো গোলে নতুন রেকর্ড গড়েছেন শাকিরি। প্রথম ইউরোপিয়ান খেলোয়াড় হিসেবে গোল করলেন সবশেষ ৬টি মেজর টুর্নামেন্টে (বিশ্বকাপ ২০১৪, ইউরো ২০১৬, বিশ্বকাপ ২০১৮, ইউরো ২০২০, বিশ্বকাপ ২০২২ ও ইউরো ২০২৪)।

কীর্তি আরও আছে তার। শাকিরি এখন ক্লাব ফুটবলে খেলছেন মেজর লিগ সকারের দল শিকাগো ফায়ারের বিপক্ষে। মেজর লিগ সকারের প্রথম খেলোয়াড় হিসেবে ইউরোতে গোল করার কীর্তি গড়লেন তিনি। এছাড়া তিন বা তার অধিক ইউরোতে গোল করার ১০ খেলোয়াড়ের একজন এই শাকিরি।

আন্তর্জাতিক মেজর টুর্নামেন্টে শাকিরির গোল এখন ১০টি। ছাড়িয়ে গেছেন ইউসেবিও (৯), অ্যালান শিয়েরার (৯), পাত্রিক ক্লুইভার্ট (৮), ওয়েইন রুনি (৭), রাউল (৬) ও জ্লাতান ইব্রাহিমোভিচকে (৬)।

স্কটল্যান্ড-সুইজারল্যান্ড ম্যাচ ড্র হওয়ার আগে দাপুটে জয় পেয়েছে জার্মানি। হাঙ্গেরিকে ২-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে এবারের ইউরোর আয়োজকরা। এই ম্যাচে একবার লক্ষ্যভেদ করেছেন জামাল মুসিয়ালা।

বয়সের হিসাবে তিনি বসলেন ক্রিস্তিয়ানো রোনালদোর। ‍মুসিয়ালা দ্বিতীয় ইউরো গোল পেয়েছেন ২১ বছর ৩ মাস ২৩ দিন বয়সে। এত কম বয়সে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দুই গোল পেয়েছেন রোনালদো। বয়সের সংখ্যায় এই তালিকায় আরও আছেন রুনি, ফেরেঙ্ক বেনে ও মিকেল দামসগার্ড।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত