বলের আঘাতে মোস্তাফিজুর রহমানের মাথায় সেলাই লাগে পাঁচটি। শঙ্কা তৈরি হয় তাকে নিয়ে। তবে সোমবার (১৯ ফেব্রুয়ারি) স্বস্তির খবর পাওয়া গেছে। ভালো আছেন এই পেসার। ইতিমধ্যে যোগ দিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টিম হোটেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন।
সোমবার বিপিএলের লড়াইয়ে মাঠে নেমেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। এই ম্যাচের টসের সময় কুমিল্লা অধিনায়ক লিটন দাস জানিয়েছিলেন, “মোস্তাফিজ ভালো আছে। রাতে যোগ দেবে হোটেলে।” বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেনও দিয়েছেন একই খবর।
যদিও আরও ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হতে পারে মোস্তাফিজকে। মঞ্জুর বলেছেন, “সিটিস্ক্যান কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকর। প্রয়োজন না হলে আমরা করতে মানা করছি। ডাক্তার যদি মনে করে কালকে (মঙ্গলবার) একবার করা যায় তাহলে করতে পারে। কিন্তু আজকে (সোমবার) করায়নি।”
কুমিল্লার হয়ে এবারের বিপিএলে কি আর দেখা যাবে মোস্তাফিজকে? মঞ্জুর জানিয়েছেন, সবকিছু নির্ভর করছে সেলাইয়ের অবস্থার ওপর, “সেলাইতে যদি ইনফেকশন না হয় তাহলে অনেক সময় পাঁচ দিন পরও সেলাই কেটে ফেলি। ওর যদি পাঁচ দিন ধরা হয়, তাহলে আরও চারদিন। তাহলে তো খেলার সম্ভাবনা আছে।”
রবিবার বিপিএলে বিরতি ছিল। ম্যাচ না থাকলেও এদিন সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে এসেছিলেন কুমিল্লার ক্রিকেটাররা। সেই অনুশীলনেই মাথায় বলের আঘাত লাগে মোস্তাফিজের।
নেটে বল করে রান-আপ নিতে ফিরছিলেন এই পেসার। সে সময় লিটন দাসকে বল করছিলেন তিনি। রান-আপের শেষ প্রান্তে পৌঁছানোর পর কোচ সালাউদ্দিনের ডাকে তিনি পেছনে ফিরে তাকান। তখনই উড়ে আসার বল মাথার পেছনের দিকে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন মোস্তাফিজ।
মাঠে প্রাথমিক চিকিৎসা দিলেও উঠে দাঁড়াতে পারেননি মোস্তাফিজ। এরপর স্ট্রেচারে করে তাকে নেওয়া হয় অ্যাম্বুলেন্সে। চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া হলে তার মাথায় পাঁচটি সেলাই পড়ে।