Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

মোস্তাফিজের ওয়াইডেও ধোনির হাততালি

৪ ওভারে ৫৫ রান দিয়েছেন মোস্তাফিজ। ওয়াইড করেছেন ৩টি। তবু ধোনি উৎসাহ দিয়ে গেছেন তাকে। ছবি : এক্স
৪ ওভারে ৫৫ রান দিয়েছেন মোস্তাফিজ। ওয়াইড করেছেন ৩টি। তবু ধোনি উৎসাহ দিয়ে গেছেন তাকে। ছবি : এক্স
[publishpress_authors_box]

ওয়াংখেড়ের অগ্নীপরীক্ষায় নিষ্প্রভ ছিলেন মোস্তাফিজুর রহমান। রান বিলিয়েছেন অকাতরে। ৪ ওভারে খরচ ৫৫ রান, উইকেট কেবল ১টি।

এমন খরুচে মোস্তাফিজকে নিয়েও মাধা ব্যথা নেই চেন্নাই সুপার কিংসের। আইপিএলের ‘এল ক্লাসিকো’খ্যাত ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ানসকে ২০ রানে হারিয়েছে তারা। রান উৎসবের এই পিচে খরুচে হলেও মোস্তাফিজ বল করার চেষ্টা করেছেন দলের পরিকল্পনা অনুযায়ী।

৪ ওভারে ৩টি ওয়াইড করেছেন মোস্তাফিজ। উইকেটের পেছনে থাকা মহেন্দ্র সিং ধোনির তাতে বিরক্ত হওয়ার কথা। কিন্তু ধোনি উল্টো হাততালি দিয়ে বাহবা জানিয়েছেন মোস্তাফিজকে। এর কারণ কী?

ম্যাচ শেষে ক্রিকবাজের অনুষ্ঠানে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার সাইমন ডুল বলেছেন পরিকল্পনা অনুযায়ী বল করেছেন মোস্তাফিজ। এজন্যই ধোনি ওয়াইডেও হাততালি দিচ্ছিল বলে মনে করেন ডুল, ‘‘চেন্নাইয়ের বোলাররা পরিকল্পনা অনুযায়ী বল করেছে। একটা সময় ওয়াইড দিচ্ছিল মোস্তাফিজ অথচ ধোনি হাত তালি দিচ্ছিল। আপনাকে বুঝতে হবে ওয়াইড হলেও তারা নিজেদের পরিকল্পনা থেকে সরে আসেনি। ওয়াইড হেবে জেনেও ওরা স্থির ছিল নিজেদের পরিকল্পনায়।’’

মোস্তাফিজের অসাধারণ এই ক্যাচের প্রশংসা করেছেন অ্যাডাম গিলক্রিস্ট। ছবি : এক্স

চেন্নাইয়ের ২০৬ তাড়া করতে নেমে একটা সময় ৭ ওভারে বিনা উইকেটে ৭০ তুলে ফেলেছিল মুম্বাই। ম্যাচের মোড় ঘুরে যায় অষ্টম ওভারে। প্রথম বলে মাথিশা পাথিরানা ফেরান ইশান কিষাণকে। তৃতীয় বলে বাউন্ডারি লাইনে সূর্যকুমার যাদবের অসাধারণ ক্যাচ নেন মোস্তাফিজুর রহমান।

বল তালুবন্দি করে শরীরের নিয়ন্ত্রণ রাখতে না পেরে প্রথমে ছুড়ে মারেন শূন্যে। এরপর বাউন্ডারি লাইন পেরিয়ে ফিরে এসে বল মুঠোবন্দি করেন আবারও। ম্যাচের সেরা ক্যাচ ছিল সেটা। এজন্য মোস্তাফিজ পুরস্কার পান ১ লাখ রুপি।

এই ক্যাচ আর ওভারে দুই উইকেট ম্যাচের গতি বদলে দিয়েছে বলে জানালেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট।

গিলক্রিস্ট প্রশংসা করলেন মোস্তাফিজের, ‘‘অসাধারণ ক্যাচ নিয়েছে মোস্তাফিজ। সেই ওভারে দুই উইকেট যাওয়ায় ম্যাচের মোড় ঘুরে যায়।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত