মোস্তাফিজুর রহমান ফাস্ট বোলার নাকি স্পিনার? কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে তার স্লোয়ার ও কাটার দেখে এমন বিস্ময়ই জানালেন ইংলিশ সাবেক অধিনায়ক মাইকেল ভন ও নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার সাইমন ডুল।
ক্রিকবাজের পোস্ট ম্যাচ অ্যানালিস্টের অনুষ্ঠানে সঞ্চালক গৌরব কাপুর বলছিলেন, ‘‘৪ ওভার করেছেন থিকশানা ও জাদেজা। আর এক ওভার করা রাচিন রবীন্দ্রর সঙ্গে ২ ওভার স্পিন বোলিং করেছেন মোস্তাফিজ।’’
সাইমন ডুল এবং মাইকেল ভন হাসতে হাসতে সায় দেন তাতে! শেষ দুই ওভারে মোস্তাফিজের স্লোয়ার ও কাটারগুলো ছিল স্পিনারদের মতই। তাই ডুল বলছিলেন, ‘‘বোলিংয়ের সময় এভাবে লুপ ও স্পিন করাটা ভীষণ কঠিন। স্লোয়ার করার সময় তার কবজির অবস্থান অদ্ভুত হয়।’’
Mustafizur Rahman has got a wicket every 10.7 balls this season
— Deepak Kumar Panda (@Deepsdkp) April 9, 2024
His bowling Strike Rate in IPL till 2023 was 23.2
His next best season in terms of SR was 2016 (21), when he won the emerging player award
Fizz's impact grows manifolds on pitches like Chepauk#CSKvKKR #dream11 pic.twitter.com/Qg8RQdfxqs
মাইকেল ভন তখন লঙ্কান কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরনের সঙ্গে তুলনা করেন মোস্তাফিজকে, ‘‘একেবারে মুত্তিয়া মুরালিধরনের মত। মুরালির কবজির অবস্থান যেমন হয়, ঠিক তেমনি ফিজেরও। তার কব্জি, কাঁধ, কনুই-মুরালির মতই।’’
আন্দ্রে রাসেল ১৮তম ওভারে খেলতেই পারছিলেন না মোস্তফিজকে। প্রথম দুই বল ব্যাটেই লাগাতে পারেননি। ‘নো’ হওয়া তৃতীয় বলটা মারেন বাউন্ডারি। পরের ফ্রিহিটও লাগাতে পারেননি ব্যাটে।
চতুর্থ বলে ক্যাচ তুলে দিয়েছিলেন উইকেটের পেছনে মহেন্দ্র সিং ধোনিকে। অপ্রত্যাশিতভাবে ধোনি মিস করেন সেটা। পঞ্চম বলটা ওয়াইড। পরের বল কোনও রকম ব্যাটে লাগিয়ে এক রান নেন ভয়ংকর রাসেল।
নিজের ৪ ওভারে মোস্তাফিজ ডট বল করেছিলেন ১৬টা! এমন মুগ্ধ করা বোলিং দেখে ম্যাচ শেষে মোস্তাফিজের সঙ্গে মাঠে মজা করেছেন আন্দ্রে রাসেল। এ সময় দুজনকে হেসে কথা বলতে দেখা যায় কিছুক্ষণ।
বিপিএলের সুবাদে মোস্তাফিজের সঙ্গে আগে থেকে ভালো সম্পর্ক রাসেলের। তাছাড়া দুজন আইপিএলও খেলছেন দীর্ঘদিন। ম্যাচ শেষে তাই অন্তরঙ্গ আড্ডা দিয়েছেন দুজন। চেন্নাই সুপার কিংস ফেইসবুকে পোস্ট করেছে সেই ছবি।
৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে পার্পল ক্যাপটা এখন মোস্তাফিজের। এবারের আইপিএলে প্রতি ১০.৭ বল পর উইকেট নিয়েছেন তিনি, যা তার আইপিএল ক্যারিয়ারের সেরা। নিজের এমন পারফর্ম্যান্স নিয়ে খুশি মোস্তাফিজ, ‘‘আবারও ফিরতে পেরে ভালো লাগছে। জয় দিয়ে শুরু করতে পারা অসাধারণ। এটা দারুণ দলগত নৈপুণ্য। নিজের পারফর্ম্যান্সে খুশি আমি।’’