বাউন্ডারি হজম করে বোলিংয়ের শুরুটা করেছিলেন মোস্তাফিজুর রহমান। তবে ফিরে আসতে সময় লাগেনি বাঁহাতি পেসারের। ওই ওভারেই ফেরান লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুলকে। পরের ওভারেও খুব একটা খারাপ করেননি তিনি। তৃতীয় ওভারটা তো ছিল আরও দুর্দান্ত। কিন্তু শেষে এসে এমন করলেন, তাতে শুধু নিজে ডুবলেন না, ডোবালেন গোটা দলকেই!
এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মোস্তাফিজ। চেন্নাইয়ের ঘরের মাঠ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে তার পারফরম্যান্স দুর্দান্ত। লখনউয়ের বিপক্ষেও প্রথম ৩ ওভারের পারফরম্যান্সেও ছিল সেটির ছাপ। কিন্তু শেষ ওভারে লখনউয়ের জিততে যখন ১৭ রান দরকার, তখন বল হাতে তুলে নিয়ে ব্যর্থতার সাগরে ডুব দিলেন বাংলাদেশি পেসার। মাত্র ৩ বলেই জয় নিশ্চিত করে লখনউ।
অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের অপরাজিত ১০৮ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১০ রান করে চেন্নাই। রুতুরাজ ৬০ বলের ইনিংসটি সাজান ১২ চার ও ৩ ছক্কায়। এছাড়া শিবম দুবে ২৭ বলে খেলেন ৬৬ রানের ইনিংস।
২১১ রানের লক্ষ্যে খেলতে নেমে লখনউয়ের শুরুটা ভালো ছিল না। তবে মার্কাস স্টোইনিসের দুর্দান্ত ব্যাটিংয়ে অবিশ্বাস্য জয়ে মাঠে ছাড়ে দলটি। ১৯তম ওভারে টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূরণ করেন স্টোইনিস। শেষ ওভারে চালান আরও বড় তাণ্ডব। মোস্তাফিজের ওই ওভারের প্রথম বল থেকে বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি।
১৭ রানের প্রয়োজনীয়তা মেটাতে প্রথম বলেই মারেন ছক্কা। পরের বলে ৪, এর পরের ‘নো’ বলেও মারেন বাউন্ডারি। মোস্তাফিজের ফ্রি হিটের তৃতীয় বলটিকেও বাউন্ডারিতে পরিণত করে লখনউকে ৬ উইকেটের জয় এনে দেন স্টোইনিস। ম্যাচসেরার পুরস্কার জেতা এই অস্ট্রেলিয়ান ব্যাটার ৬৩ বলে খেলেন অপরাজিত ১২৪ রানের ইনিংস। যাতে ছিল ১৩ বাউন্ডারির সঙ্গে ৬ ছক্কার মার।
চেন্নাইয়ের ম্যাচে এমন পরিণতি কখনও বরণ করতে হয়নি মোস্তাফিজকে। এবারই প্রথম এই ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে জড়িয়েছেন তিনি। ঘরের মাঠে আগে যে তিনটি ম্যাচ খেলেছিলেন, প্রত্যেকটিতে আলো ছড়িয়েছেন বাংলাদেশি তারকা। রান কম দিয়ে উইকেট উৎসব করে চেন্নাইয়ের জয়ের ভিত তৈরি করেছিলেন তিনি। যদিও অ্যাওয়ে ম্যাচে মোস্তাফিজের পারফরম্যান্স চরম হতাশাজনক। মুক্তহস্তে রান খরচ করার পাশাপাশি উইকেটের ঘরও খুব একটা সমৃদ্ধ করতে পারেননি।
তবে চেন্নাইয়ের মাঠে কার্যকরী মোস্তাফিজ আলাদা জায়গা করে নিয়েছিলেন। সেই জায়গা কিছুটা হলেও নড়বড়ে হয়ে গেল লখনউ ম্যাচে। উইকেট যদিও একটি পেয়েছেন, তবে ৩.৩ ওভারে খরচ করেছেন ৫১ রান।