Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

 ‘সাইলেন্ট কিলার’ মোস্তাফিজের প্রশংসায় গাভাস্কার

মোস্তাফিজকে বেগুনি টুপি পরিয়ে দিচ্ছেন রবীন্দ্র জাদেজা। ছবি : এক্স
মোস্তাফিজকে বেগুনি টুপি পরিয়ে দিচ্ছেন রবীন্দ্র জাদেজা। ছবি : এক্স
[publishpress_authors_box]

কাটার মাস্টার, ফিজ থেকে মোস্তাফিজুর রহমান এখন সাইলেন্ট কিলার। চেন্নাই সুপার কিংস ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন এই নামেই ডাকছেন মোস্তাফিজকে।

 বিশ্বকাপের ভিসার আনুষ্ঠানিকতা সেরে আজ (সোমবার) দলে ফিরেই কলকাতা নাইট রাইডার্স-এর সঙ্গে নিয়েছেন ২ উইকেট। ৭ থেকে তার উইকেট বেড় হয়েছে ৯টা। তাতে সবচেয়ে বেশি উইকেটের স্মারক পার্পল ক্যাপ বা বেগুনি টুপির দখল আবারও নিলেন মোস্তাফিজ।

চেন্নাইয়ের ধীর গতির উইকেটে কলকাতা ৯ উইকেটে থামে ১৩৭ রানে। তুষার দেশপান্ডে ৩৩ রানে ৩টি, রবীন্দ্র জাদেজা ১৮ রানে ৩টি আর মোস্তাফিজুর রহমান নেন ২২ রানে ২ উইকেট।

জবাবে ১৪ বল বাকি থাকতে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে চেন্নাই। টানা ২ ম্যাচ হারের পর ঘুরে দাঁড়াল তারা। অধিনায়ক রুতুরাজ অপরাজিত ছিলেন ৫৮ বলে ৬৭ রানে। শিভব দুবে ২৮ ও ড্যারিল মিচেল করেছিলেন ২৫।

https://twitter.com/CricVipezAP/status/1777366419375845805

আন্দ্রে রাসেলের ক্যাচ মহেন্দ্র সিং ধোনি না ফেললে মোস্তাফিজের উইকেট হতে পারত ৩টি। ১৮তম ওভারে তার কাটারে পুল করতে গিয়ে রাসেলের ব্যাট ছুঁয়ে বল গিয়েছিল উইকেটের পেছনে।

মোস্তাফিজ উইকেট দুটি নিয়েছেন ইনিংসের শেষ ওভারে। তিনি ফেরান কলকাতার অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও মিচেল স্টার্ককে। দুজনই ক্যাচ তুলেছিলেন স্লোয়ারে ছক্কা মারতে যেয়ে। মোস্তাফিজের বোলিং ফিগার ৪-০-২২-২।

শেষ ওভারটা ছিল এরকম ‘উইকেট, ০, ০, উইকেট, ১, বাই ১’! এরপর থেকেই এক্স-এ ভক্তরা প্রশংসায় ভাসাতে থাকেন মোস্তাফিজকে। এক ভক্ত লিখেছেন, ‘সাইলেন্ট কিলার নীরবে নিজের কাজটা করে গেল।’’

আরেক সমর্থক লিখেছেন, ‘‘মোস্তাফিজ যেন পুরো আইপিএলে থাকে এজন্য চেন্নাইয়ের আলোচনা করা উচিত বিসিবির সঙ্গে।’’

মোস্তাফিজ ও চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের প্রশংসা করেছেন ভারতীয় কিংবদন্তী সুনীল গাভাস্কারও। চেন্নাইয়ের উইকেটে মোস্তাফিজ সফল হবেন জানতেন সবাই।

ঠিক সময়ে বোলিংয়ে এনে তাকে কাজে লাগানোর কৃতিত্বটা গাভাস্কার দিলেন রুতুরাজকে,‘‘এমন উইকেটে মোস্তাফিজের সফল হওয়াটা অনুমান করা গিয়েছিল আগেই। স্লোয়ারগুলো খুব ভালো করেছে ও।  রুতুরাজের বোলিং বদল করাটা দারুন ছিল। যেভাবে ও বোলার পরিবর্তন করেছে আর মোস্তাফিজকে কাজে লাগিয়েছে, এক কথায় অসাধারণ।’’

মোস্তাফিজকে বেগুনি টুপি পরিয়ে দেন রবীন্দ্র জাদেজা। এই পেসারের প্রশংসায় তিনি বলছিলেন, ‘‘এই উইকেটে সে  খুব কার্যকরী। ও ভীষণ ভালো স্লো বল করেছে। আসলে দুর্দান্ত ছিল মোস্তাফিজ।’’

কলকাতার হয়ে সর্বোচ্চ ৩২ বলে ৩৪ রান অধিনায়ক শ্রেয়াস আইয়ারের। সুনীল নারিন করেছিলেন ২৭।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত