ওয়াংখেড়ের রান উৎসবের পিচে মোস্তাফিজুর রহমান খেলবেন নাকি মাথিশা পাথিরানা? প্রশ্নটা ঘুরপাঁক খাচ্ছিল ম্যাচ শুরুর আগে থেকে। তবে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ‘এল ক্লাসিকো’ খ্যাত ম্যাচটিতে চেন্নাই সুপার কিংস খেলাচ্ছে দুই পেসারকেই। লঙ্কান স্পিনার থিকসানার জায়গায় আজ (রবিবার) ফেরানো হয়েছে পাথিরানাকে।
পাথিরানা আছেন অবশ্য ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে, আর মোস্তাফিজ সরাসরি একাদশে। তবে ব্যাটিং শেষে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে বল করার সম্ভাবনা বেশি পাথিরানার। এই তালিকায় আরও আছেন স্যান্টনার, মঈন, সিন্ধি ও রশিদ।
মুম্বাইয়ের ওয়েংখেড়ে রান উৎসবই হচ্ছে এবার। তারপরও টস জিতে শিশিরের কারণে শুরুতে বোলিং নিয়েছেন মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
মোস্তাফিজ সফল হয়েছেন চেন্নাইয়ের ধীর গতির উইকেটে। ৯ উইকেটের ৮টিই পেয়েছেন সেখানে, ইকোনমি ৬.৭৫। বিশাখাপত্তনমে দিল্লির বিপক্ষে খেলা ম্যাচে ৪ ওভারে ৪৭ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট।
ওয়াংখেড়ে আইপিএল ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি মিলিয়ে ১৫ ম্যাচ মোস্তাফিজ উইকেট নিয়েছেন ১৪টি। রান দিয়েছেন ওভার প্রতি ৮.৮২।
এবারের আইপিএলে ৬ ম্যাচে সর্বোচ্চ ১১ উইকেট নিয়ে বেগুনি টুপিটার দখল নিয়েছেন রাজস্থানের যুযবেন্দ্র চাহাল। মুম্বাইয়ের জাসপ্রিত বুমরার উইকেট ৫ ম্যাচে ১০টি। মোস্তাফিজ ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে আছেন তিনে।
ওয়াংখেড়ে আজ শিশির ভেজা কন্ডিশনে কি মোস্তাফিজ পারবেন জাদু দেখাতে?