Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

মোস্তাফিজের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত

মোস্তাফিজ-৭৩
[publishpress_authors_box]

জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতিতে ১৭ ক্রিকেটারকে ডাকা হয়েছে ক্যাম্পে। আইপিএল খেলার কারণে এখানে নেই মোস্তাফিজুর রহমান। তিনি বাংলাদেশ দলে যোগ দেবেন সিরিজ শুরুর একদিন আগে। এত অল্প সময়ের ব্যবধানে তাকে মাঠে নামাতে ঝুঁকি নেবে টিম ম্যানেজমেন্ট? প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু খুব একটা সম্ভাবনা দেখছেন না। মোস্তাফিজের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিতে চান তারা।

এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মোস্তাফিজ। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলার কারণে ১ মে পর্যন্ত ছুটিতে আছেন তিনি। ওই দিনও চেন্নাইয়ের খেলা আছে পাঞ্জাব কিংসের বিপক্ষে। ওই ম্যাচ খেলে মোস্তাফিজের বাংলাদেশে ফেরার কথা। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ৩ জুন। আইপিএল ম্যাচ খেলে ভ্রমণক্লান্তি শেষে একদিনের ব্যবধানে মাঠে নেমে পড়া তার জন্য কঠিন। প্রধান নির্বাচক লিপুও প্রথম টি-টোয়েন্টিতে মোস্তাফিজের খেলার সম্ভাবনা দেখছেন না।

মঙ্গলবার (২৩ এপ্রিল) তিন দিনের ক্যাম্পের জন্য ১৭ সদস্যের দল ঘোষণার পর লিপু বলেছেন, “তিনি আসবেন (দেশে)। এরপর তাকে আমাদের মেডিকেল টিমের স্ক্রিনিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তার সঙ্গে কথোপকথন হবে। এরপর আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। আমার ধারণা, প্রথম ম্যাচে হয়তো পাওয়া যাবে না।”

তিন দিনের ক্যাম্পে নেই সাকিব আল হাসানও। আইপিএলে খেলার কারণে মোস্তাফিজ নেই। তবে সাকিবের না থাকার কারণ ভিন্ন। বাঁহাতি অলরাউন্ডার যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটাতে ছুটিতে রয়েছেন। চলতি মাসের শেষ দিকে তার দেশে ফেরার কথা। এরপর প্রিমিয়ার লিগে শেখ জামালের হয়ে ‘দুই-একটি ম্যাচ’ খেলার কথা রয়েছে তার।

সাকিবকে পাওয়া প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেছেন, “অবশ্যই আমরা চাইব (সাকিবকে)। যেহেতু পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ আছে, শেষের দিকে যেন তিনি খেলার সুযোগ পান। শুরুর দিকে তাকে পাওয়া যাচ্ছে না।”

জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ক্যাম্পে নেই মেহেদী হাসান মিরাজ। তবে দীর্ঘদিন পর জাতীয় দলের অনুশীলনে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। এই অলরাউন্ডারকে ক্যাম্পে রাখার ব্যাখ্যায় লিপুর বক্তব্য, “দিনশেষে পারফরম্যান্স একটা বড় বিষয়। সাইফউদ্দিন হয়তো তার ব্যাটিংয়ে কিছুটা এগিয়ে আছেন। আবার বোলিংয়ে তার প্রতিদ্বন্দ্বী আছে। তাই জিম্বাবুয়ে সিরিজটি তার স্বরূপে ফেরার জন্য বড় একটি সুযোগ।”

ক্যাম্পের ১৭ জনের স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত