Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

বাংলাদেশে আশ্রয় নিল বিজিপির আরও ১৪৬ সদস্য

মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে সংঘাতের জেরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করছেন অনেক সেনা সদস্য
মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে সংঘাতের জেরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করছেন অনেক সেনা সদস্য
[publishpress_authors_box]

মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জেরে সোমবার সারাদিনে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) ১৭৫ সদস্য। এর মধ্যে সোমবার বেলা ১২ টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তের জামছড়ির ৪৫-৪৬ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকা দিয়ে পালিয়ে আসে ২৯ সদস্য। একইদিন সন্ধ্যার পর থেকে রাত ৮টা পর্যন্ত পালিয়ে এসে আশ্রয় নিয়েছে আরও ১৪৬ জন।

সোমবার রাত ৯টায় বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন জানাান, সোমবার সারাদিনে নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে ১৭৫ জন মিয়ানমার বিজিপির সদস্য পালিয়ে এপারে এসেছে। এর মধ্যে দুপুরে ২৯ জন, সন্ধ্যার পর আরও ১৪৬ জন পালিয়ে এসেছে। অস্ত্র জমা দেওয়ার পরে বিজিবি তাদের হেফাজতে নিয়েছে।

তবে এ ব্যাপারে বিজিবির কোনও বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে বিজিপির ২৯ সদস্য পালিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেছিলেন বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। তাদের বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহীদের সংঘর্ষের মধ্যে প্রাণ বাঁচাতে এর আগে গত মাসে কয়েক দফায় বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছিল বিজিপিসহ মিয়ানমারের ৩৩০ জন নাগরিক।

পরে বাংলাদেশের পক্ষ থেকে সঙ্গে যোগাযোগ করা হলে মিয়ানমার সরকার তাদের ফিরিয়ে নিতে রাজি হয়। এর ধারাবাহিকতায় গত ১৫ ফেব্রুয়ারি মিয়ানমারের ৩৩০ জন নাগরিককে নিজ দেশে ফেরত পাঠায় বিজিবি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত