Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

নাফ নদীর ওপারে বিস্ফোরণ, যুদ্ধবিমানের চক্কর

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর ওপারেই মিয়ানমার। ছবি : সকাল সন্ধ্যা
কক্সবাজারের টেকনাফের নাফ নদীর ওপারেই মিয়ানমার। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহর ঘিরে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) আবার তুমুল লড়াই শুরু হয়েছে বলে ধারণা করছেন বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা।

কক্সবাজারের টেকনাফ সীমান্তের এসব মানুষ বলছেন, এক সপ্তাহ বিরতির পর সোমবার ভোররাত ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা বিস্ফোরণের বিকট শব্দে এসেছে ওপার থেকে। মংডু শহর কেন্দ্রিক চলছে এই গোলাগুলি। সারাদিন মিয়ানমারের আকাশে যুদ্ধবিমানও চক্কর দিতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, মিয়ানমারের সামরিক বাহিনী যুদ্ধবিমান থেকে বোমা বর্ষণ করছে। আরাকান আর্মিও পাল্টা হামলা চালাচ্ছে তাদের ওপর।

সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শরিফ জানান, এক সপ্তাহ পর সোমবার ভোর থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। বিস্ফোরণের শব্দে টেকনাফ সীমান্তের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

সাবরাং ইউপির চেয়ারম্যান নুর হোছাইন জানান, মিয়ানমার থেকে টানা এক সপ্তাহ সংঘাতের কোনও শব্দ শোনা যায়নি। আবার শোনা যাচ্ছে। সীমান্তের ওপারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধবিমানও দেখা গেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতের জেরে আবার বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। অনুপ্রবেশ ঠাকাতে বাংলাদেশ সীমান্তে বিজিবি ও কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত