Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫
Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫

মিয়ানমারে সংঘাত : নির্ঘুম রাত কাটছে টেকনাফবাসীর

ss-myanmar-teknaf-6-4-24
[publishpress_authors_box]

নাফ নদীর ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মিদের মধ্যে চলছে তুমুল লড়াই। এপারে ভেসে আসছে বিস্ফোরণের তীব্র আওয়াজ।

টানা পাঁচদিন বন্ধ থাকার পর বুধবার সকাল থেকে বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান টেকনাফ সীমান্ত এলাকার বাসিন্দারা। রাতভর বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন টেকনাফবাসী। যা চলতে থাকে বৃহস্পতিবার দুপুর আড়াইটা পর্যন্ত।

টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান জানান, রাখাইন রাজ্যের মংডু শহরের আশপাশে সংঘাত অনেক বেড়ে গেছে। বিদ্রোহীরা মংডু শহর নিয়ন্ত্রণে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। এ জন্য একের পর এক হামলা হচ্ছে। আর এসব কারণে মংডু শহরের পশ্চিম সীমান্তের টেকনাফ পৌরসভা, সাবরাং ইউনিয়ন ও দক্ষিণের সেন্ট মার্টিন দ্বীপ থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

সাবরাং ইউপির চেয়ারম্যান নুর হোসেন বলেন, “টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আবারও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। বিকট শব্দের কারণে বাড়িঘরে বসবাস করা যাচ্ছে না। এর আগে শব্দ এমন তীব্র ছিল না। সীমান্ত এলাকার মানুষের ঘুম হারাম হয়ে গেছে।”

জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, “মিয়ানমারে তীব্র সংঘাতময় পরিস্থিতিতে অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে।”

সংঘাতময় পরিস্থিতিতে কোনও রোহিঙ্গা যাতে অনুপ্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সীমান্তে বিজিবি সদস্যরা রাত-দিন কঠোর নজরদারি করছে বলে জানিয়েছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত