Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

কারাগার থেকে গৃহবন্দি সু চি

অং সান সুচি
অং সান সুচি
[publishpress_authors_box]

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে জেল থেকে সরিয়ে এবার গৃহবন্দি করা হয়েছে। তীব্র তাপদাহের কারণে তার স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনায় এমনটা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

দেশটির মেজর জেনারেল জাও মিন টুন গতকাল মঙ্গলবার সাংবাদিকদের জানান, অং সান সু চি ও সাবেক প্রেসিডেন্ট উইন মিন্তকে কারাগার থেকে স্থানান্তর করে গৃহবন্দি করা হয়েছে।

তিনি বলেন, “তীব্র গরমের কারণে শুধুমাত্র অং সান সু চি নয়, যাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা উচিত, বিশেষ করে বয়স্ক বন্দিদের, তাদেরকে হিটস্ট্রোক থেকে রক্ষায় আমরা এ কাজ করেছি।”

৭৮ বছর বয়সী সু চি ২০২১ সালের ফেব্রুয়ারি থেকেই কারাগারে আছেন। বিভিন্ন মামলায় তাকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। স্থানান্তরের আগে তিনি ছিলেন নেপিদোর কারাগারে। আর উইন মিন্তকে আট বছরের দণ্ড দিয়ে রাখা হয়েছিল দেশটির বাগো অঞ্চলের এক কারাগারে।

মিয়ানমারের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নেপিদোতে মঙ্গলবার ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

বন্দিদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেবিষয়ে কিছু জানাননি মেজর জাও মিন তুন। কারাগারে পাঠানোর আগে অং সান সু চিকে একটি সেনা ঘাঁটির ভেতরে সেফ হাউসে রাখা হয়েছিল বলে জানা গেছে।

গত ফেব্রুয়ারিতে সু চির ছেলে কিম আরিস বলেছিলেন যে, “তাকে নির্জন কারাগারে রাখা হয়েছে। তার স্বাস্থ্যের অবস্থা অতীতের মতো ভালো না থাকলেও, তিনি মনের দিক দিয়ে ভালো আছেন।”

বিশ্বের অনেক সরকার সু চি এবং অন্যান্য রাজনৈতিক বন্দিদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যসহ কিছু দেশ মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সেনা অভ্যুত্থানের তিন বছর পর মিয়ানমারের সামরিক বাহিনী তার শাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। সু চির মিত্র রাজনীতিবিদদের হাতে প্রতিষ্ঠিত জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) সঙ্গে জোটবদ্ধ হয়ে বিভিন্ন ফ্রন্টে বিদ্রোহীরা জান্তার বিরুদ্ধে লড়াই করছে।

এই সপ্তাহের ঐতিহ্যবাহী থিংইয়ান নববর্ষের ছুটি উপলক্ষে সামরিক বাহিনী ৩ হাজারের বেশি বন্দির সাধারণ ক্ষমা মঞ্জুর করার সময় সু চিকে স্থানান্তরের খবর আসে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত