Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

ঈদে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল ২ কিশোরের

প্রতীকী ছবি। সকাল সন্ধ্যা
প্রতীকী ছবি। সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ঈদের দিন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে দুর্ঘটনায় প্রাণ গেছে দুই কিশোরের। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরগঞ্জ-শাহগঞ্জ সড়কের পাইবাকুঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার দামদি গ্রামে আমিনুল ইসলামের ছেলে রনি মিয়া (১৬) ও আবুল হাশেমের ছেলে আশিকুর রহমান (১৭)।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানিয়েছেন, ঈদের নামাজের পর রনি ও আশিক মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। তারা ঈশ্বরগঞ্জের দিকে যাচ্ছিল। পাইবাকুঁড়ি এলাকায় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে পাশের কাদির মিলের প্রাচীরে ধাক্কা লাগে।

তিনি জানান, এতে ঘটনাস্থলে রনি মারা যায়, গুরুতর আহত হয় আশিক। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বিকাল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় দুজনের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলেও জানান ওসি মাজেদুর।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত