ময়মনসিংহের ত্রিশালের একটি ধানক্ষেতে মরদেহের কিছু অংশ ছিঁড়ে খাচ্ছিল শিয়াল কুকুর। এ দৃশ্য দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ গিয়ে সেখানে পুঁতে রাখা দুই শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করে।
মঙ্গলবার উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রাম থেকে লাশগুলো উদ্ধার করা হয়। যদিও নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
পুলিশের ধারণা, ওই তিনজনকে অন্য কোথাও হত্যার পর এখানে এনে পুঁতে রাখা হয়। নিহত নারীর বয়স ৩৫ আর দুটি শিশুর বয়স ৩ ও ৬ বছর হতে পারে।
নয়াপাড়ার যুক্তরাষ্ট্র প্রবাসী কামরুল ইসলামের ধানক্ষেত থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা নাইমুর রহমান বলেন, “দুপুরে মরদেহের কিছু অংশ শিয়াল কুকুর খাচ্ছিল। বিষয়টি দেখে পুলিশকে খবর দিই। পরে পুলিশ এসে গর্ত খুঁড়ে খণ্ডিত তিনটি মরদেহ উদ্ধার করে।”
নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি অপরাধীদের বিচারের দাবি জানান নাইমুর।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শামীম হোসেন বলেন, “হয়তো সপ্তাহখানেক আগে ওই নারী ও শিশু দুটিকে হত্যা করে মরদেহ মাটিতে পুঁতে রাখা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।”
ময়মনসিংহ পিবিআইয়ের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, “মরদেহগুলো ক্ষত-বিক্ষত। আঙ্গুল না থাকায় তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।”