Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

ভরসা দিচ্ছেন চট্টগ্রামের ঘরের ছেলে

চট্টগ্রাম টেস্টের একাদশে থাকতে পারেন একমাত্র ‘লোকাল বয়’ নাঈম হাসান।
চট্টগ্রাম টেস্টের একাদশে থাকতে পারেন একমাত্র ‘লোকাল বয়’ নাঈম হাসান।
[publishpress_authors_box]
চট্টগ্রাম থেকে
চট্টগ্রাম থেকে

চোট জর্জর দক্ষিণ আফ্রিকা সেরা দল নিয়ে আসতে পারেনি বাংলাদেশে। ঘরের মাঠের স্পিনিং ট্র্যাকে তাই কিছুটা এগিয়ে ছিল নাজমুল হোসেন শান্তর দল। তারপরও মিরপুরে যাচ্ছেতাইভাবে প্রথম টেস্ট হেরেছে বাংলাদেশ।

প্রথম ইনিংসে ব্যাটারদের ব্যর্থতায় করতে পারেনি ১২০ রানও। এত অল্প পুঁজি নিয়ে বোলাররা আর পেরে উঠেনি। তবে মঙ্গলবার থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ।

চট্টগ্রামের একমাত্র খেলোয়াড় হিসেবে একাদশে থাকতে পারেন নাঈম হাসান। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অভিষেকে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এখানে সবশেষ খেলা টেস্টেও নিয়েছেন ইনিংসে ৬ উইকেট। সেই আত্মবিশ্বাস থেকে বাংলাদেশকে ভরসা দিচ্ছেন ‘ঘরের ছেলে’ নাঈম।

বিসিবির পাঠানো ভিডিও বার্তায় নাঈম জানালেন, ‘‘আমার মনে হয় এখানে আমরা ভালো একটা রেজাল্ট করব। আমরা সিরিজ সমতায় আনার চেষ্টা করব, ইনশা আল্লাহ। নিজের হোম গ্রাউন্ডে খেলতে খুব ভালো লাগে। আগেও খেলেছি, আলহামদুলিল্লাহ আমার ক্যারিয়ারের দুটা ফাইফার এখানে। এখানে সুযোগ পেলে নিজের শতভাগে দেওয়ার চেষ্টা করব।’’

চট্টগ্রামে অনুশীলনে বাংলাদেশি ক্রিকেটাররা। ছবি : বিসিবি

দেশের মাটিতে স্পিন দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার ছকই কষেছে বাংলাদেশ। ভেন্যুটা চট্টগ্রাম হওয়ায় বাংলাদেশের স্পিনাররা এগিয়ে বলে মনে করেন নাঈম, ‘‘আমাদের এ মাঠে একটু স্লো স্পিন হয়, যেটা আমাদের জন্য ভালো। ওরা তো মিরপুরে অনেক আস্তে বোলিং করেছে, আমাদের স্পিনাররা ৯০ এর ওপর বোলিং করে (ঘণ্টায় ৯০ কিলোমিটার)। ওই হিসেবে আমাদের দিক থেকে চট্টগ্রামের উইকেট ভালো হবে।’’

নাঈম আরও যোগ করেন, ‘‘ মিরপুরে যে উইকেট ছিল, এখানে ভিন্ন উইকেট থাকবে। আমাদের স্পিনাররা আল্লাহর রহমতে খুব ভালো শেপে আছে, তাইজুল ভাই, মিরাজ ভাই। ইনশা আল্লাহ আমাদের ভালো একটা রেজাল্ট আসবে।’’

বোলিংয়ের পাশাপাশি অবশ্য জয় পেতে ভালো ব্যাটিং করা জরুরি। রবিবার অনুশীলনে নেট প্র্যাকটিসে বেশ সিরিয়াসও ছিলেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্তরা। টিম বয় ও নেট বোলার নিয়ে প্রায় দুই ঘণ্টা ব্যক্তিগত অনুশীলন পর্ব সেরেছেন মুশফিক। শান্ত কয়েকটা শট ঠিকভাবে খেলতে না পারায় ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্পকে এগিয়ে এসে টিপস দিতে দেখা যায় তাকে।

এরপর প্রধান কোচ ফিল সিমন্স, সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম আর কিউরেটর জাহিদ রেজা বাবুর সঙ্গে ২০ মিনিটের মতো উইকেটের পাশে দাঁড়িয়ে আলোচনা করেন শান্ত। উইকেট দেখে একাদশ ও পরিকল্পনা ঠিক করার অংশই এটা।

জিততে হলে যে চট্টগ্রামের উইকেটে রান করতে হবে এটা ভালো জানা শান্তসহ পুরো দলের। জানেন নাঈম হাসানও। তাই একাদশে সুযোগ পেলে ব্যাট হাতেও অবদান রাখতে চান তিনি, ‘‘আমি যখন ব্যাটিংয়ে নামি তখন নিজেকে ব্যাটসম্যান মনে করার চেষ্টা করি। ব্যাটিংয়ে আমি যত বেশি রান করতে পারব তত দলের লাভ। দেখবেন লোয়ার অর্ডারের পার্টনারশিপ বিপক্ষ দলের মোমেন্টাম পরিবর্তন করে ফেলে।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত