Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

সোশাল মিডিয়া জুড়ে নাগা চৈতন্য-সবিতা ধুলিপালার বিয়ে হইচই

naga-sobhita-171124-01
[publishpress_authors_box]

দক্ষিণী তারকা নাগা চৈতন্য ও বলিউড অভিনেত্রী সবিতা ধুলিপালা বাগদান সেরেছেন গত অগাস্টে। এরপর থেকে বিয়ের নানা আয়োজনেই সময় পার করছেন দুজনে।

আসছে শীতে ৪ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দুজনে, এ কথা দুজনের ভক্তরাও জেনে গেছেন।

নাগা-সবিতার বিয়ের আয়োজন নিয়ে নানা চর্চার মধ্যেই সোশাল মিডিয়াতে চলে এসেছে বিয়ের নিমন্ত্রণ কার্ডের ছবি। তাতে ভক্তদের আলাপে হাওয়া লেগেছে আরও।

বিয়ের কার্ডে চারিদিকে ভারতের দক্ষিণের সাংস্কৃতিক ছাপ ফুটে উঠেছে।  এতে আছে মন্দির, প্রদীপ, গরু এবং ঘণ্টা।

গুঞ্জন চলছে, বিয়ের পর্ব আয়োজিত হবে হায়দরাবাদে অন্নপূর্ণা স্টুডিওতে। বানজারা হিলসে প্রায় ২২ একর জায়গা নিয়ে গড়ে ওঠা এই স্টুডিওতে ৬০টিরও বেশি সিনেমার শুটিং হয়েছে।

অতিথিদের জন্য বিয়ের কার্ডের সঙ্গে উপহারের ডালাও পাঠানো হয়েছে। এতে আছে খাবার, কাপড়, ফুল।  

এরমধ্যে বিয়ের আয়োজনকে ঘিরে ‘পুষ্পধনঞ্চাদন’ পর্বের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সবিতা। এতে তাকে নিখাদ দক্ষিণী সাজেই দেখা যাচ্ছে।

পরিজন পরিবেষ্টিত সবিতার হাতে হলুদের থালি; তিনি উজ্জ্বল রঙের শাড়ি পরেছেন; শাড়ির পাড়ে সবুজ ও সোনালী কারুকাজ ঝলমল করছে।

নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভুর চার বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে ২০২১ সালে। সিনেপাড়ায় নাগার সঙ্গে সবিতার সঙ্গে প্রেমের গুঞ্জন ছিলই। শেষ পর্যন্ত ওই গুঞ্জনকে সত্যি করে বাগদান সেরে বিয়ের দিন ঘনিয়ে আসছে দুজনের।

মডেল ও অভিনেত্রী সবিতা মিস ইন্ডিয়া আর্থ মুকুট পরেছিলেন ২০১৩ সালে। শাস্ত্রীয় নৃত্য ও ভরতনাট্যমে পটু তিনি।   

দক্ষিণী সিনেমার সুপারস্টার নাগার্জুনের ছেলে হলেন নাগা চৈতন্য।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত