শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আন্দোলনকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিজয় উদযাপনের পাশাপাশি জাতীয় সরকার গঠনের রূপরেখা ঘোষণা করতে যাচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম সোমবার রাতে ঢাকার কারওয়ান বাজারের সার্ক ফোয়ারায় এক সংবাদ সম্মেলনে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা প্রণয়ন করা হবে।
ছাত্র গণঅভ্যুত্থানের বিজয়কে ‘শহীদ ছাত্র–জনতাকে উৎসর্গ’ করার ঘোষণা দিয়ে তিনি অরাজক পরিস্থিতি এড়াতে আন্দোলনকারী সবাইকে রাতে নিজ নিজ এলাকায় সক্রিয় থাকার আহ্বান জানান।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সোমবার ক্ষমতা ছেড়ে দেশ থেকে চলে যেতে বাধ্য হন ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা।
সহিংস আন্দোলনে অচলাবস্থার মধ্যে এদিন বিকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ জামান সাংবাদিকদের জানান, শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে।
বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সেনাপ্রধান বৈঠক করলেও এই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের সঙ্গে তার আলোচনা হয়নি।
তবে সেনাপ্রধান অতি শিগগিরই ছাত্র ও শিক্ষক প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসবেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে।