অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলাম।
শুক্রবার মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ সংক্রান্ত তথ্য জানা গেছে।
দায়িত্ব পাওয়ার পর নাহিদ তার ফেইসবুক পোস্টে লেখেন, “সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অভ্যুত্থানের শহীদদের স্মরণ করছি ও আহতদের প্রতি সমবেদনা। সারাদেশের সকল সমন্বয়কের প্রতি আন্তরিক ভালবাসা ও কৃতজ্ঞতা। সকলের আত্মত্যাগের ফলেই আমরা একটি নতুন বাংলাদেশের সূচনা করতে পারছি।
“প্রথমেই সবার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি- গত কয়েকদিন ধরে আমি নিরাপত্তাজনিত কারণে ও শারিরীক অসুস্থতার জন্য যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম।
“বাংলাদেশ একটা অস্থির সময় পার করছে। লুটপাট, সহিংসতা ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়নসহ জনজীবনে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এখনো ফ্যাসিস্ট রেজিম সমূলে উৎপাটন করা হয়নি। জাতীয় স্বার্থে ও গণঅভ্যুত্থান রক্ষার জন্য দ্রুত সময়ের মধ্যে সরকার গঠন করাকেই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম।
“শিক্ষার্থীরা এখনো রাস্তায় থেকে শৃঙ্খলা রক্ষায় ভূমিকা পালন করছে। তাঁদেরকে সাধুবাদ জানাই। আশাকরি খুব দ্রুতই আইন শৃঙ্খলার পরিবেশ ও জনজীবনে নিরাপত্তা ফিরে আসবে।
“আনন্দ উদযাপনের সময় এখনো আসেনি। শহীদের রক্ত ও লক্ষ মানুষের আত্মত্যাগের ফলে এই অর্জন। এখনো অনেক দূর যাওয়া বাকি। বাংলাদেশ পুনর্গঠন ও নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করা আমাদের অন্যতম প্রতিশ্রুতি। তরুণ প্রজন্মের এই জেগে উঠাকে আমাদের অব্যাহত রাখতে হবে।
“বৈষম্যবিরোধী আন্দোলন সরকার ও রাজপথে উভয় যায়গায় উপস্থিতি রাখবে। ছাত্র-নাগরিক অভ্যুত্থানের সরকারকে স্বাগত জানাই। সকলকে পাশে থাকার আহ্বান জানাই।
“আপনাদের সকল ধরনের আলোচনা, সমালোচনা ও পরামর্শ আমাদের পাথেয় হবে। সবার দোয়া ও ভালবাসা কামনা করছি। আবারো প্রতিবাদী ছাত্র-জনতাকে ধন্যবাদ।”
এর আগে আওয়ামী লীগের আমলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
কোটাবিরোধী আন্দোলনের সময় বাকস্বাধীনতা ও অনলাইনে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য আন্দোলনকারীদের পক্ষ থেকে একাধিকবার দায়ী করা হয়েছে পলককে।
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী লীগের নেতা-কর্মীদের অনেককে দেশ ছাড়তে দেখা যায়। এর মধ্যে পলকও ছিলেন। তকে ৬ আগস্ট দিল্লি যাওয়ার চেষ্টার সময় তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়।
বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন মো. নাহিদ ইসলাম। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতা। ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়ে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের নেতৃত্বে গড়ে তোলা হয়েছিল গণতান্ত্রিক ছাত্রশক্তি।
নাহিদ সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেন।
কোটাবিরোধী আন্দোলনের সময় নাহিদকে দুইবার আটক করা হয়েছিল। প্রথমবার ১৯ জুলাই। পরে ২৬ জুলাই ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তাকে আবার তুলে নেওয়া হয়েছিল।