বিভিন্ন সময় ধর্মীয় সংঘাত সৃষ্টি করে একটি গোষ্ঠী রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, ভবিষ্যতে রাজনৈতিক ফায়দা নেওয়ার সুযোগ কাউকে দেওয়া হবে না।
শুক্রবার সকালে ঢাকার কলাবাগান মাঠে ধানমন্ডি সর্বজনীন পূজা উদযাপন কমিটি আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শন করে উপদেষ্টা এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “বিভিন্ন সময় ধর্মীয় সংঘাত সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করা হয়। ভবিষ্যতে রাজনৈতিক ফায়দা নেওয়ার এ ধরনের সুযোগ আমরা আর কাউকে দেব না।
“আমরা সর্বাত্মক চেষ্টা করেছি যেন সারা দেশে নির্বিঘ্নে পূজা উদযাপন করা যায়। এজন্য একদিন ছুটি বাড়ানো হয়েছে এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হচ্ছে।”
বাসস জানিয়েছে, ধানমন্ডি সর্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, “পূজাকে কেন্দ্র করে এবার ছুটি বাড়ানো এবং নিরাপত্তা ব্যবস্থা নেওয়ায় আমরা আভিভূত। এ জাতীয় নিরাপত্তা ব্যবস্থা এর আগে আর কখনোই হয়নি।”
এজন্য তিনি হিন্দু ধর্মাবলম্বীদের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান।
নতুন এক বাংলাদেশের স্বপ্ন নিয়ে কাজ করছেন উল্লেখ করে উপদেষ্টা নাহিদ বলেন, “যেখানে সব ধর্ম বর্ণের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে এগিয়ে যাব। একটি দেশের স্থিতিশীলতা নির্ভর করে সে দেশের ধর্মীয় সম্প্রীতির ওপর। আমরা বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি সমুন্নত রাখতে চাই।”
বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি বজায় না থাকলে, তা পুরো দক্ষিণ এশিয়াতেই প্রভাব ফেলবে উল্লেখ করে তিনি বলেন, “দেশের অনেক জায়গায় পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করা হচ্ছে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।”