Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

শারজাতে পৌঁছাতেই পারেননি নাহিদ-নাসুম

nasum-nahid
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

নাহিদ রানা অপেক্ষায় ছিলেন ওয়ানডে অভিষেকের। নাসুম আহমেদ প্রায় এক বছর পর ওয়ানডে জার্সিতে ফেরার। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে দুজনের কারোরই অপেক্ষা পূরণ হচ্ছে না। ভিসা জটিলতায় এখনও বাংলাদেশ ছাড়তে পারেননি নাহিদ ও নাসুম।

আফগান সিরিজের উদ্দেশ্যে গত শনিবার ও রবিবার জাতীয় দলের ক্রিকেটাররা দেশ ছেড়েছেন। সবার ভিসা হলেও জানা যায় নাসুম ও নাহিদের সংযুক্ত আরব আমিরাতের ভিসা হয়নি। ৬ নভেম্বর সিরিজের প্রথম ম্যাচের আগের সন্ধ্যা পর্যন্ত ই-ভিসা হাতে পাননি দুই ক্রিকেটার। সকাল সন্ধ্যাকে এ খবর নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।

দলের দুই সদস্য যেতে না পারায় বাংলাদেশ দল এখন ১৪ থেকে ১২ জনে নেমে এসেছে। পেসার নাহিদ রানার অভিষেক প্রথম ম্যাচেই হয়ে যাওয়া একটু কঠিন ছিল। কারণ দলে ডান হাতি পেসার অভিজ্ঞ তাসকিন আহমেদ আছেন। আফগানদের বিপক্ষে তার রেকর্ডও ভালো।

তবে নাসুমের একাদশে থাকার সম্ভাবনা ছিল প্রবল। সাকিব আল হাসান না থাকায় একাদশে একজন বাঁহাতি স্পিনারের দরকার ছিল। তাইজুলের জায়গায় সাদা বলে পারফরম্যান্সে এগিয়ে নাসুমকে দলে ডাকা হয়েছে মূল বাঁহাতি স্পিনার হিসেবে কাজ করবেন বলেই।

প্রথম ম্যাচে এখন সেই ‍সুযোগটা থাকছে না। নাসুমের সঙ্গে রিশাদ হোসেনের একাদশে জায়গা পাওয়া লড়াই-ও তাই হচ্ছে না প্রথম ম্যাচে। তাই দুই ক্রিকেটারের জন্য ৯ ও ১১ সামনের দুই ম্যাচের অপেক্ষায় থাকতে হচ্ছে বাংলাদেশকে।  

বাংলাদেশ দল: সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলি, মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত