Beta
রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
Beta
রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

শোয়েবের রেকর্ড ভাঙা লক্ষ্য নয় রানার

rana2
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

রাওয়ালিপিন্ডিতে ঘণ্টায় ১৫২ কিলোমিটার গতিতে বল করেছিলেন নাহিদ রানা। বাংলাদেশি কোন পেসারের এটাই সর্বোচ্চ গতির বল। শোয়েব আখতারের শহরে এমন গতির ঝড় তোলা রানা কি ভবিষ্যতে শোয়েবের দ্রুততম ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার বেগের গতির বলের রেকর্ড ভাঙার স্বপ্ন দেখেন?

আজ (বৃহস্পতিবার) ভারত সফর শেষে দেশে ফেরার পর রানা জানালেন, ঘণ্টায় ১৬০ বা ১৬২ কিলোমিটার গতিতে বল করা তার লক্ষ্য নয়, ‘‘এমন কোনো ইচ্ছা নেই যে আমাকে সবচেয়ে বেশি জোরে বল করতে হবে। ইচ্ছা একটাই, নিজেকে ফিট রাখা আর দলের পরিকল্পনা অনুযায়ী বল করা। আর টিমের চাহিদা যেন পূরণ করতে পারি।’’

পাকিস্তানে দুই টেস্টে ৬ উইকেট নিয়েছিলেন নাহিদ রানা। ভারত সফরে চেন্নাই টেস্টে সুযোগ পেয়ে নেন ২ উইকেট। কানপুরে একাদশে ছিলেন না তিন। ভারতের সময়ের সেরা পেসার জাসপ্রিত বুমরার কাছে থেকে কি পরামর্শ নিয়েছিলেন কোন? ভারত বা পাকিস্তানের উইকেটের ব্যবধানই বা কেমন?

রানা জানালেন, ‘‘ বুমরা বলছিল অনেক ভালো এফোর্ট দিয়েছো, অনেক ভালো বল করেছো। এছাড়া সেভাবে ভারতীয়দের সঙ্গে কথা হয়নি। পাকিস্তানের উইকেট একরকম, ভারতের উইকেট আরেক রকম। দুই খানে দুই রকম পরিকল্পনা ছিল। সেই অনুযায়ীই বল করেছি। দুই জায়গার অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ ভালো। সামনে যত খেলা আছে সেখানে এই অভিজ্ঞতা কাজে দিবে।’’

রানার বয়স মাত্র ২২ বছর। তাই আরও বেশি শিখে পরিণত হতে চান এই পেসার, ‘‘ ভারতের উইকেটটা প্রথম দুই দিন পেস বোলারদের সাহায্য করেছে। শেষ তিন দিন স্পিনাররা সাহায্য পেয়েছে। পাকিস্তানে ছিল স্পোর্টিং উইকেট। ব্যাটিং ভালো করলে ব্যাটিং, বোলিং ভালো করলে বোলিং। আন্তর্জাতিক ক্রিকেটে আসলে যতদিন খেলব শেখার শেষ নেই। ক্রিকেট যতদিন খেলব ততদিন তো বটেই ক্রিকেট ছাড়ার পরও শেখার শেষ নেই। আমি এখন যে কোচের অধীনে রয়েছি তার কাছ থেকে শেখার চেষ্টা করছি।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত