একই ম্যাচে দুটি মাইলফলক। বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টিতে আজ শততম ম্যাচ খেললেন নিগার সুলতানা। দ্বিতীয় সর্বোচ্চ ৯৫ ম্যাচ খেলেছেন সালমা খাতুন আর নাহিদা আক্তার খেলেছেন তৃতীয় সর্বোচ্চ ৮৮ ম্যাচ।
সেঞ্চুরি থেকে এখনও ১২ ম্যাচ দূরে থাকলেও আজ (বৃহস্পতিবার) স্কটল্যান্ডের বিপক্ষে অন্যরকম ১০০’র মাইলফলকে পা রেখেছেন নাহিদা। বাঁ হাতি এই স্পিনার ১ উইকেট নিয়ে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে টি-টোয়েন্টিতে দেখা পেলেন শততম উইকেটের।
৮৮ ম্যাচে নাহিদার উইকেট ১০০টি। সালমা খাতুন ৯৫ ম্যাচে নিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ৮৪ উইকেট। ৮৭ ম্যাচে রুমানা আহমেদের উইকেট ৭৫ আর ৮০ ম্যাচে জাহানারা আলমের ৫৮টি।
নিগার-নাহিদার মাইলফলকের ম্যাচটি বাংলাদেশ স্মরণীয় করেছে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে। বিশ্বকাপে ১০ বছর পর এটাই প্রথম জয় বাংলাদেশের। জয়ের পর তাই আবেগ ছুয়ে যাচ্ছিল বাংলাদেশের অধিনায়ককে। খুশির কান্না কাদছিলেন তিনি ডাগআউটে বসে।
পুঁজি অল্প হলেও ১১৯ রান নিয়ে আত্মবিশ্বাসী থাকার কথা বললেন অধিনায়ক নিগার সুলতানা, ‘‘এই মুহূর্তটার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে আমাদের। এই উইকেটে ব্যাট করা সহজ ছিল না। জুটি গড়াটা (রানি-মোস্তারির ৪২ রান) গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। আমাদের স্পিন আক্রমণ খুবই ভালো ছিল, মারুফাও ছিল অসাধারণ। তাই আমরা আত্মবিশ্বাসী ছিলাম (এই রান নিয়ে)।’’
৪ ওভারে ১৫ রান নিয়ে ম্যাচ সেরা হয়েছেন রিতু মনি। তার হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পুরস্কার হাতে এই মিডিয়াম পেসার বললেন, ‘‘উইকেটটা ভালো ছিল। তাই আমি চেষ্টা করেছি উইকেট টু উইকেট বল করতে। আর নিজের বৈচিত্র্য কাজে লাগাতে। গত এক বছর আমরা কঠোর পরিশ্রম করেছি আর তৈরি ছিলাম পুরোপুরি। এটা আমার ও দলের জন্য গর্বের। আমরা কন্ডিশন কাজে লাগিয়ে নিজেদের শক্তিটা কাজে লাগাতে চেয়েছিলাম (তাতে সফলও হয়েছি)।’’